বগুড়ায় করোনা উপসর্গে এক নারীসহ আরও ৩জন আইসোলেশনে

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ২৯ মে ২০২০ ১৩:৫২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪১১ বার।

বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে এক নারীসহ তিন ব্যক্তি আইসোলেশন ইউনিট মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা হলেন উত্তর চেলোপাড়ার ৩০ বছরের এক যুবক, সোনাতলা উপজেলার ৪৬ বছরের এক ব্যক্তি এবং  শাজাহানপুর বেজোড়া এলাকার ৬০ বছরের এক মহিলা।  এই নিয়ে বর্তমানে আইসোলেশন ইউনিটে ৬জন করোনা সন্দেহভাজন রোগী।  ইতিপূর্বে যারা করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন নমুনা পরীক্ষায় নেগেটিভ আসায় তারা পরে বাড়ি ফিরে গেছেন। শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক(আরএমও) ডা. খায়রুল বাশার মোমিন।

ডা. খায়রুল বাশার মোমিন  জানান, উত্তর চেলোপাড়ার যুবক শুক্রবার দুপুর পৌণে একটার সময় ভর্তি হোন।তার কাশি ও গলাব্যথা রয়েছে। সেই সাথে তিনি ডায়াবেটিসে ভুগছেন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

সকাল ১১টায় ভর্তি হওয়া সোনাতলার ব্যক্তির জ্বর, শ্বাসকষ্ট ও গলা ব্যথা রয়েছে। তার নমুনাও সংগ্রহ করা হয়েছে।

অপরদিকে, বিকাল ৪টার দিকে ভর্তি হোন শাজাহানপুর বেজোড়া এলাকার এক মহিলা। তিনি জ্বর উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। তবে বিকালে ভর্তি হওয়ায় তার নমুনা সংগ্রহ করা যায়নি। আগামীকাল শনিবার তার নমুনা সংগ্রহ করা হবে।

তিনি আরও জানান, মোহাম্মদ আলী হাসপাতালে বর্তমানে এ পর্যন্ত সর্বোচ্চ  ৩৮জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৩২জন করোনা পজিটিভ এবং বাকি ৬জন সন্দেহভাজন।