বগুড়ায় করোনা থেকে সুস্থ হলেন আরও এক চিকিৎসক

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩০ মে ২০২০ ০৭:০৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩১৮ বার।

বগুড়ায় নতুন করে এ বি এম কাওসার(৪০) নামে আরও এক চিকিৎসক করোনা থেকে সুস্থ হয়েছেন। তিনি সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের ইমার্জেন্সী মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। তার নমুনার ফলাফল নেগেটিভ আসায়  শনিবার সকাল ১০টার দিকে ছাড়পত্র দেয়া হয়েছে বলে জানিয়েছেন মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শফিক আমিন কাজল। এর আগে বৃহস্পতিবার একজন করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এই নিয়ে জেলায় মোট ২৯৩জন আক্রান্তের মধ্যে ২০জন সুস্থ হলেন। তবে জেলায় এ পর্যন্ত একজন করোনায় মারা গেছেন। 

জানা গেছে,  গত ১৩ মে ডা. কাওসার করোনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হোন। সেই থেকে তিনি মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নেন। পরে তার নমুনার ফলাফল নেগেটিভ আসায় দীর্ঘ তার ১৭দিন পর সুস্থ হয়ে শনিবার ছাড়পত্র পান। 

 ডা. কাজল জানান, এখন মোহাম্মদ আলী হাসপাতালে ৪৪জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে  ৩৪জন করোনায় পজিটিভ বাকি  ১০জন উপসর্গ নিয়ে ফলাফলের অপেক্ষায় আছেন।