রোববার থেকে সান্তাহারে স্বাস্থবিধি মেনে চলবে দুটি ট্রেন

আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ৩০ মে ২০২০ ১২:১৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১৩ বার।

সরকারি ভাবে সাধারণ ছুটি প্রত্যাহারের কারনে পঞ্চগড় আন্ত:নগর এক্সপ্রেস ও লালমনি আন্ত:নগর এক্সপ্রেস নামের দুটি যাত্রিবাহি ট্রেন ৩১ মে রোববার থেকে অল্পপরিসরে সামাজিক দূরত্ব বজায় রেখে সান্তাহার জংশন স্টেশানের উপর দিয়ে চলাচল করবে। বাংলাদেশ রেলওয়ে বিভাগের মহাপরিচালক এ সম্পর্কিত শনিবার সকালে এক পত্রে এ নির্দেশ দেন সান্তাহার রেলওয়ে স্টেশান কর্তৃপক্ষকে।
সান্তাহার রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল ইসলাম ডালিম জানান, করেনাভাইরাস সংক্রমনে কারনে গত ২৪ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সকল যাত্রীবাহি ট্রেন চলাচল বন্ধ ছিল। সরকার সাধারন ছুটি প্রত্যাহারের পর স্বাস্থ্যবিধি মেনে ৯৯৩-৯৯৪ পঞ্চগড় আন্ত:নগর এক্সপ্রেস ও ৭৫১-৭৫২ নম্বর লালমনি আন্ত:নগর এ্ক্সপ্রেস যাত্রীবাহি এই ট্রেন দুটি যথা সময়য়ে পঞ্চগড় থেকে সান্তাহার হয়ে ঢাকা পৌছাবে এবং লালমনি এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাট থেকে সান্তাহার হয়ে ঢাকা পৌঁছিবে। ৩ জুন থেকে পর্যায়ক্রমে সকল যাত্রীবাহি স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে। তিনি আরও জানান যাত্রী সাধারণরা অনলাইনের  মাধ্যমে ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারবেন।