বগুড়ায় ৭দিন মার্কেট- বিপনি বিতান বন্ধের সিদ্ধান্ত ব্যবসায়ীদের

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩০ মে ২০২০ ১৪:৩৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৭৪ বার।

করোনা সংক্রমণ প্রতিরোধে রোববার থেকে বগুড়ার বিভিন্ন মার্কেট ও বিপনি বিতান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। শনিবার জেলা প্রশাসক ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান ব্যবসায়ী নেতারা।
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মাফুজুল ইসলাম রাজ জানান, করোনা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকের সভাকক্ষে ব্যবসায়ী সংগঠনের নেতাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সিভিল সার্জন ডাক্তার গাউসুল আজিম চৌধুরী বগুড়ায় করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় বিষয়ে বিস্তারিত তথ্য জানান। এর প্রেক্ষিতে ব্যবসায়ীরা নেতারা আগামী শনিবার পর্যন্ত বগুড়ার বিভিন্ন মার্কেট ও বিপনি বিতান বন্ধ রাখার সিদ্ধান্ত জানান প্রশাসনকে। তবে কাঁচা বাজার, ওষুধের দোকান, ইলেকট্রিক সমাগ্রীর দোকান, কৃষি যন্ত্রপাতির মার্কেট, কম্পিউটার মার্কেট ও নিত্যপণ্যের দোকান এই বন্ধের আওতায় থাকবে না বলেও জানান তিনি।
ওই সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা, ১২-ইস্ট বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রায়হান, বগুড়া চেম্বারের সহ-সভাপতি মাহফুজুল ইসলাম রাজ, রাজা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পরিমল প্রসাদ রাজসহ বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতারা।