বগুড়ায় নতুন করে আরও ২৯জন করোনায় শনাক্ত

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ৩০ মে ২০২০ ১৬:০৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৫৩ বার।

বগুড়ায় গেল ২৪ ঘন্টায় নতুন করে আরও ২৯ জন করোনায় শনাক্ত হয়েছেন। এর মধ্যে পুরুষ ২৩জন ও ৬জন মহিলা রয়েছেন। তবে শজিমেকের পিসিআর ল্যাবে যান্ত্রিক ত্রুটির কারণে ফলাফল দেরীতে আসায় শনাক্তদের সম্পূর্ণ ঠিকানা ও আক্রান্ত হওয়ার ইতিহাস জানা যায়নি।শনিবার রাত সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।


শনিবার বগুড়ার ১৫৬টি ফলাফলে নতুন ২৯জন  শনাক্ত হওয়ায় জেলায় মোট আক্রান্ত দাঁড়ালো ৩২২জনে। তবে এদের মধ্যে ২০জন সুস্থ ও একজন মারা গেছেন।
   
ডা. তুহিন জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে ২৯জনের  মধ্যে সদরের ২০জন, শেরপুরের ৩জন, শাজাহানপুরের ২জন, ধুনটের ২জন, আদমদীঘি ও দুপচাচিয়ার একজন করে শনাক্ত রোগী রয়েছেন। 

তিনি আরও জানান, নতুন আক্রান্তদের আপাতত নিজ নিজ বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে। তবে এদের মধ্যে কারও অবস্থা জটিল মনে হলে তাদের মোহাম্মদ আলী হাসপাতালে স্থানান্তর করা হবে।