বগুড়ার ধুনটে স্কুল শিক্ষিকাসহ আরও দুজন করোনায় আক্রান্ত

আমিনুল ইসলাম শ্রাবণ
প্রকাশ: ৩০ মে ২০২০ ১৭:১৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৬৯৪ বার।

বগুড়ার ধুনট উপ‌জেলায় স্কুল শি‌ক্ষিকাসহ আ‌রো দু'জন ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে‌ছেন। শ‌নিবার রা‌তে বগুড়ার ডেপু‌টি সি‌ভিল সার্জন ডা. মোস্তা‌ফিজু‌র রহমান এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

জানা গে‌ছে, ধুনট উপ‌জেলায় নতুন ক‌রে আ‌রো দু'জনের ক‌রোনা শনাক্ত হ‌য়ে‌ছে। আক্রান্তরা ধুনট পৌর এলাকায় বসবাস ক‌রেন। তা‌দের ম‌ধ্যে একজন স্থানীয় এক‌টি কে‌জি স্কু‌লের শি‌ক্ষিকা। অন্যজন পেশায় নির্মাণ শ্র‌মিক। তারা স্থানীয় ভা‌বে চলা‌ফেরা কর‌তে গি‌য়ে ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে‌ছেন।

আক্রান্ত ব্য‌ক্তি‌দে‌র সা‌থে কথা ব‌লে জানা গে‌ছে, ক‌রোনায় আক্রান্ত ওই স্কুল শিক্ষিকা স্টাফ কোয়ার্টার এলাকায় বসবাস ক‌রেন। প্রায় ১৫ দিন আ‌গে থে‌কে তি‌নি জ্ব‌রে আক্রান্ত হোন। গত শ‌নিবার ওই শি‌ক্ষিকা ধুনট উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নমুনা পরীক্ষা কর‌তে দেন। এরপর থে‌কে  তি‌নি কা‌জিপুর উপ‌জেলায় শ্বশুড় বা‌ড়ি‌তে হোম কোয়া‌রেন্টা‌ইনে র‌য়ে‌ছেন। বর্তমা‌নে তার শারী‌রিক অবস্থা ভা‌লো র‌য়ে‌ছে। স্থানীয় ভা‌বে চলা‌ফেরা কর‌তে গি‌য়ে আক্রান্ত হ‌য়ে‌ছেন ব‌লে ধারনা কর‌ছেন ওই শি‌ক্ষিকা।

অন্য‌দি‌কে ক‌রোনায় আক্রান্ত হওয়া ওই নির্মাণ শ্র‌মি‌কের বয়স ৩০ বৎসর। সে ধুনট পৌর এলাকার প‌শ্চিম ভরনশাহী গ্রা‌মের বা‌সিন্দা। ক‌রোনা প‌রিস্থি‌তি শুরুর পর থে‌কে পেশাগত কা‌জে যোগদান ক‌রে‌নি ওই যুবক। ত‌বে সে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লেক্স ও ধুনট বাজা‌রে নিয়‌মিত যাওয়া আসা কর‌ছিল। তার শারী‌রিক অসুস্থ্যতার কার‌নে স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে চি‌কিৎসা নি‌তে গে‌লে এসময় তার নমুনা সংগ্রহ করা হয়। আজ শ‌নিবার তার ক‌রোনা শনাক্ত হ‌য়ে‌ছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ও‌সি) কৃপা সিন্ধু বালা জানান, আক্রান্ত ব্য‌ক্তি‌দের বা‌ড়ি লক ডাউন করার প্রস্তু‌তি চল‌ছে।