এসএসসি ও সমমানের পরীক্ষায় শতভাগ পাশে শাজাহানপুরে স্কুলের চেয়ে মাদ্রাসা এগিয়ে

শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০১ জুন ২০২০ ১২:০২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৮৯ বার।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে শতভাগ পাশের ক্ষেত্রে বগুড়ার শাজাহানপুরে স্কুলের চেয়ে মাদ্রাসা এগিয়ে রয়েছে। এ উপজেলায় ৩৫টি স্কুল এবং স্কুল এন্ড কলেজ এসএসসি পরীক্ষায় অংশ নিলেও শতভাগ ফলাফল করেছে ৭টি প্রতিষ্ঠান। অপরদিকে দাখিল পরীক্ষায় ৩৩টি মাদ্রাসা অংশ নিয়ে শতভাগ পাশ করেছে ১৩টি মাদ্রাসা। 
এসএসসিতে শতভাগ পাশ করা প্রতিষ্ঠান গুলো হলো বগুড়া ক্যাণ্টমেণ্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, বগুড়া ক্যাণ্টনমেণ্ট বোর্ড হাইস্কুল, বগুড়া ক্যাণ্টনমেণ্ট বোর্ড হাইস্কুল জাহাঙ্গীরাবাদ, আসাতননেছা বালিকা উচচ বিদ্যালয়, ডেমাজানী শ.ম.র উচ্চ বিদ্যালয়, কামারপাড়া উচ্চ বিদ্যালয়, মিলেনিয়াম স্কলাষ্টিক স্কুল এবং শাহ্ নগর বালিকা উচ্চ বিদ্যালয়। অপরদিকে দাখিল পরীক্ষায় শতভাগ পাশ করা প্রতিষ্ঠান গুলো হলো বারআঞ্জুল দারুল আমান বালিকা দাখিল মাদ্রাসা, বারআঞ্জুল দারুল আমান দাখিল মাদ্রাসা, বিরিকুল্যা দারুল উলুম দাখিল মাদ্রাসা, বড়নগর পূর্বপাড়া ইসলামপুর দাখিল মাদ্রাসা, দারিগাছা দারুস সালাম দাখিল মাদ্রাসা, জৈয়ন্তিবাড়ি দারুল হুদা বালিকা দাখিল মাদ্রাসা, খোট্টাপাড়া সিনিয়র ফাযিল মাদ্রাসা, মাদলা তনজিমুল উলুম দাখিল মাদ্রাসা, মোস্তাইল পাঁচপীরতলা বালিকা দাখিল মাদ্রাসা, নগর জামেয়া মোহাম্মদিয়া ফাযিল মাদ্রাসা, নারিল্যা ইটালী এস.ইউ দাখিল মাদ্রাসা, সুজাবাদ উত্তরপাড়া দাখিল মাদ্রাসা এবং তালপুকুর ডি.আই দাখিল মাদ্রাসা।