করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০১ জুন ২০২০ ১৩:৫৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪১ বার।

করোনাভাইরাসের (কভিড-১৯) উপসর্গ নিয়ে সোমবার সকালে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

দেশ রুপান্তরের খবরে বলা হয়েছে, ঢাকার শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে তিনি ভর্তি হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. মহিউদ্দিন আহমেদ এর তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছেন। তার করোনার উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

তবে, মোহাম্মদ নাসিমের পরিবারের অন্য সদস্যরা সবাই সুস্থ্য আছেন বলে জানা গেছে।

পুণ্ড্রকথা/জাআ/০১-০৬-২০২০