সংক্রমণ ও মৃত্যুর হার অনুযায়ী লাল, হলুদ, সবুজে ভাগ হচ্ছে দেশ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০১ জুন ২০২০ ১৫:৫৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০৫ বার।

করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর হার অনুযায়ী দেশকে লাল, সবুজ ও হলুদ জোনে ভাগ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠক শেষে গণমাধ্যমকে এ কথা বলেন।  
দেশ রুপান্তরে স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে বলা হয়েছে, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে বিশেষজ্ঞ টিমের আলোপ হয়েছে। প্ল্যান নিয়ে আলোচনাও হয়েছে। এখন সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী মেয়র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় একত্রে বিষয়টি বাস্তবায়ন করার চেষ্টা করা হবে।
জোনের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "এখনো ঠিক করা হয়নি। ঢাকা, নারায়াণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে। অধিক সংক্রমিত এলাকাকে রেড জোন করা হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের অধিকাংশ জেলা ও উপজেলা এখনও ভালো আছে। ভালোকে আমরা ভালো রাখতে চাই।"
এলাকাভিত্তিক লকডাউনের বিষয়ে মন্ত্রী বলেন, বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী অধিক সংক্রমিত এলাকা বন্ধ রাখা হবে। বিশেষজ্ঞরা যেভাবে পরামর্শ দিবেন, সেই অনুযায়ী আমরা কাজ করব।

পুণ্ড্রকথা/জাআ/০১-০৬-২০২০