করোনায় বিশ্বে কমেছে মৃত্যুর সংখ্যা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২০ ০৬:০১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৫ বার।

সারা বিশ্বে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যুর হার কমছে। গত ২৪ ঘন্টায় কোন দেশেই হাজার পার হয়নি মৃত্যুর সংখ্যা।

যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে টানা দ্বিতীয়দিনের মত এক হাজারের নিচে নেমে এসেছে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ৭৩০ জন। আর, নতুন শনাক্তের সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে। দেশটিতে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা প্রায় এক লাখ সাত হাজার। এদিকে, ব্রাজিলে গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছে ৭৩২ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু ৩০ হাজার ছাড়িয়েছে।

পুরো বিশ্বেও ২৪ ঘন্টায় মৃত্যু কমেছে। বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৩ লক্ষ ৭৭ হাজার ৪৩৭ জন। আর করোনায় শনাক্তের সংখ্যা ৬৩ লাখ ৬৬ হাজার ১৭৬ জন ব্যক্তি। গত ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছেন প্রায় ১ লাখ ৩ হাজার মানুষ।