টিএমএসএস এর উদ্যোগে মহান বিজয় দিবস উদ্যাপন

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৮ ১৩:০৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১৩ বার।

টিএমএসএস এর উদ্যোগে  রোববার মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়। দিবসটি উপলক্ষে টিএমএসএস পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন,জাতীয় পতাকা উত্তোলন,বিজয় র‌্যালী ,শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা,আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
দিনের শুরুতেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর টিএমএসএস কর্মকর্তা কর্মচারী, ছাত্র-ছাত্রী,শিক্ষক-শিক্ষিকা,ডাক্তারগণ সম্মিলিত ভাবে শহীদ মিনারে পুস্পস্তপক অর্পণ করেন। 
পুন্ড্র ইউনির্ভাসিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ,আলোচনা সভা,র‌্যালী ও বিভিন্ন ধরনের খেলাধূলা অনুষ্ঠিত হয়। আলোচনায় বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ.কে.এম.আজাদ-উদ-দৌলা প্রধান। 
বক্তব্য রাখেন চীফ ট্রাস্টিজ এক্সিকিউটিভ ডা. মতিউর রহমান, রেজিস্ট্রার ড. মোঃ মসলেম উদ্দিন, ব্যবসা শিক্ষা অনুষদের ডীন প্রফেসর মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। টিএমএসএস পাবলিক স্কুল এ্যান্ড কলেজে শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের মাঝে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।এছাড়াও টিএমএসএস ইয়াতিমখানা ও দাখিল মাদ্রাসা সহ টিএমএসএস পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়।বিজয় দিবস উপলক্ষে ঠেঙ্গামারা বগুড়ায় টিএমএসএস মম ইন বিনোদন পার্কে শিশুদের বিনোদনে বিভিন্ন রাইডের ব্যবস্থা ও দেশীয় খেলাধুলা অনুষ্ঠিত হয়।