বগুড়ায় বাকপ্রতিবন্ধী ব্যক্তির মরদেহ উদ্ধার

আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুন ২০২০ ০৭:১৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৮ বার।

বগুড়ার আদমদীঘিতে মুন্নি (৩৮) নামের এক বাকপ্রতিবন্ধী ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে আদমদীঘির সান্দিড়া একটি ক্লাব ঘরের বারান্দা থেকে তার মরদেহ উদ্ধার করে গ্রামবাসিদের মতামতের ভিক্তিতে লাশ দাফনের অনুমতি দিয়েছেন পুলিশ। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। মুন্নি নামের ওই ব্যক্তির সঠিক ঠিকানা পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মুন্নি নামের বাকপ্রতিবন্ধী ব্যক্তিটি ১৯৯৫ সালে আদমদীঘির সান্দিড়া গ্রাম এলাকায় ঘোরাফেরা করার সময় তাকে কিছু হৃদয়শীল ব্যক্তি দেখভাল করে খাবারসহ কাপড়চোপড় দেন এবং নাম রাখেন মুন্নি। সে বাকপ্রতিবন্ধী হওয়ায় তার বাবা মা কিংবা ঠিকানা সংগ্রহ করা সম্ভব ছিলনা। তার শরীরে ছিল মৃগী জাতীয় অসুখ। মাঝেমধ্যেই অজ্ঞান হয়ে পড়ে থাকে। গত মঙ্গলবার দিবাগত রাতে খাবার শেষে সান্দিড়া একটি ক্লাব ঘরের বারান্দায় ঘুমিয়ে পড়ে। এরপর বুধবার গ্রামবাসি তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। দুপুরে পুলিশ মরদেহ সুরতহাল করে বে-ওয়ারিশ হিসাবে দাফনের অনুমতি দেন। উপ-পরিদর্শক আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করেন।