বগুড়ায় ২৪ ঘন্টায় নতুন করে আরও ৫২জন করোনায় আক্রান্ত

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ০৫ জুন ২০২০ ১৪:৪৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৮৪ বার।

বগুড়ায় গত ২৪ ঘন্টায় ৪জন স্বাস্থ্যকর্মী ও একজন নার্সসহ নতুন করে আরও ৫২জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে পুরুষ ৩২জন, ১৬জন মহিলা ও ৪জন শিশু রয়েছেন। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন শুক্রবার রাত ৮টায় করোনা পরিস্থিতির এ চিত্র তুলে ধরেন।
শুক্রবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে পরীক্ষা করা  ১৮৮টি নমুনার মধ্যে ৩৯টি পজিটিভ এবং বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষা করা ২৫টি নমুনার মধ্যেে আরও ১৩জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত দাঁড়ালো ৫৬৯জনে। তবে এদের মধ্যে ৪৯জন সুস্থ ও ৪জন মারা গেছেন।

ডা. তুহিন জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে ৫২জনের  মধ্যে  ৪২জন বগুড়া সদর উপজেলার বাসিন্দা।  এদের মধ্যে মোহাম্মদ আলী হাসপাতালের ৪জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এছাড়া শাজাহানপুরের ৮জন এবং শেরপুরের আরও ২জন আক্রান্ত হয়েছেন। 

নতুন করে আক্রান্ত ৫২ জনের মধ্যে ১ থেকে ১৮ বছরের নিচে ৪জন, ১৮ থেকে ৪০ বছরের ২৭জন, ৪১ থেকে ৫০ বছরের ৮জন, ৫১ থেকে ৭০ বছরের ১২জন এবং ৭০ থেকে ৮০ বছরের মধ্যে একজন রয়েছেন।

ডা. মোস্তাফিজুর রহমান তুহিন  আরও জানান, নতুন আক্রান্তদের আপাতত নিজ নিজ বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে। তবে এদের মধ্যে কারও অবস্থা জটিল মনে হলে তাদের মোহাম্মদ আলী হাসপাতালে স্থানান্তর করা হবে।