পিএসজি ছেড়ে বার্সায় র‌্যাবিয়ট!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৮ ১১:০০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪০ বার।

ব্যাপারটা এখনও গুঞ্জন বা দাবি-দাওয়ার মধ্যে সীমাবদ্ধ আছে। নিশ্চিত করে বলা যাচ্ছে না ফ্রান্স তারকা র‌্যাবিয়টের বার্সেলোনায় যাওয়ার কথা। কিন্তু পিএসজি'র কোচ টমাস টাখেলের বক্তব্য অনুযায়ী, র‌্যাবিয়টের প্যারিস ছেড়ে কাতালোনিয়ায় যাওয়ার ব্যাপারে নেই কোন বাধা বা সংশয়। আগামী দলবদলের মৌসুম তথা জানুয়ারিতে মেসি-কুতিনহোদের সঙ্গে খেলতে ক্যাম্প ন্যুতে যোগ দিতে পারেন তিনি। 

ফ্রান্সের সংবাদ মাধ্যম লি পার্সিয়ানের তথ্য অনুযায়ী, বার্সা এবং র‌্যাবিয়টের মধ্যে চুক্তি হয়ে গেছে। তাকে ফ্রি ট্রান্সফারে দলে পাচ্ছে বার্সা। অর্থাৎ র‌্যাবিয়টকে কেনার জন্য পিএসজিকে দিতে হবে না কোন বাড়তি অর্থ। র‌্যাবিয়ট কেবল বার্সেলোনা থেকে তার বেতন নেবেন। ফ্রান্সের ২৩ বছর বয়সী এই তারকা মিডফিল্ডার পিএসজি মাঝমাঠের অন্যতম ভরসা। তাকে ছেড়ে দিলে বিপাকে পড়তে হতে পারে প্যারিসের দলটির।

র‌্যাবিয়টের দলবদল নিয়ে গুঞ্জন অনেক দিনের। কিন্তু ক্লাবের সঙ্গে তার চুক্তি থাকায় দল ছাড়তে পারেননি তিনি। আবার অল্প দিন ক্লাবের সঙ্গে চুক্তি থাকা খেলোয়াড়কে বড় অর্থ দিয়ে কেনেনি গুঞ্জন চলা বার্সা। এদিকে পিএসজি তরুণ এই মিডফিল্ডারের সঙ্গে চুক্তি করার চেষ্টা চালিয়ে গেলেও নতুন চুক্তি করেননি তিনি। এখন তাই ফ্রি ট্রান্সফারে ক্লাব ছাড়তে চলেছেন র‌্যাবিয়ট।

পিএসজি ডিফেন্ডার এবং দলটির অধিনায়ক থিয়াগো সিলভা বলেন, 'তার সিদ্ধান্তটা খুবই ব্যক্তিগত। কেউ যদি আগে থেকে তার মন মানিয়ে ফেলে তাকে উপদেশ দিতে যাওয়া ব্যর্থ চেষ্টা।' ক্লাব মৌসুমের বাকি সময় তাকে দলে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সিদ্ধান্তটা পছন্দ হয়নি ব্রাজিলিয়ান তারকার। তার মতে, এটা লজ্জাজনক ব্যাপার।

র‌্যাবিয়টকে না খেলানোর ব্যাপারে পিএসজি কোচ বলেন, 'এটা ক্লাবের সিদ্ধান্ত।' ক্লাব সভাপতি অ্যান্তিনিও হেনরিক তাকে মৌসুমে আর না খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ নিয়ে টাখেল বলেন, 'আমি তাকে খুব পছন্দ করি। দলের একজন মূল খেলোয়াড় সে। কিন্তু ক্লাব একটি সিদ্ধান্ত নিয়েছে এবং আমি সেটাকে সম্মান করি। দেখা যাক পরিস্থিতি কোথায় গিয়ে থামে।'