করোনা জয় করে ঘরে ফিরলেন অভিনেতা প্রবীর মিত্র

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২০ ১৮:০৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯১ বার।

বাংলা ছায়াছবির বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র (৭৭) করোনা জয় করে বাসায় ফিরেছেন। গত মাসে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। অনেকটা গোপনেই চিকিৎসাধীন ছিলেন রাজধানীর এক হাসপাতালে। পরিবারের পক্ষ থেকে সুস্থ্য হওয়ার পরই গণমাধ্যমকে তার আক্রান্তের বিষয়টি জানানো হলো। 

প্রবীর মিত্রের ছেলে মিঠুন মিত্রের বরাত দিয়ে সময় টিভি অনলাইন জানায়, গত মাসের ২৩ তারিখে প্রবীর মিত্র করোনায় আক্রান্ত হলে তাকে রাজধানীর হেল্প অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দু'সপ্তাহ চিকিৎসা শেষে করোনামুক্ত হলে সোমবার (৬ জুলাই) এ অভিনেতাকে বাসায় নিয়ে আসা হয়েছে।  

মিঠুন মিত্র গণমাধ্যমকে আরও বলেন, দীর্ঘদিন থেকেই তার বাবা অর্থারইটিজ সমস্যাসহ দুই হাঁটুর তীব্র অসুস্থতায় ভুগছিলেন। আত্বীয়ের বাসায় দাওয়াত খেয়ে ফেরার পর তিনি করোনায় আক্রান্ত হন। উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে।

এখন বাসায় বিশ্রামে আছেন বাংলা সিনেমার এ কিংবদন্তি অভিনেতা।   

পুণ্ড্রকথা/জাআ