‘বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ’

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৮ ১২:১০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৭ বার।

জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেসের মুখপাত্র স্টেফানে ডুজারিক জানিয়েছেন যে সংস্থাটির পক্ষ থেকে বাংলাদেশের জাতীয় নির্বাচনকে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ডুজারিক বলেন, “বাংলাদেশে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ববর্তী পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ।” ২০ ডিসেম্বর এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

নির্বাচনের আগে বাংলাদেশে কী পরিস্থিতি বিরাজ করছে?- এমন এক প্রশ্নের জবাবে ডুজারিক বলেন, “আমরা সেখানকার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। যেকোনো জায়গাতেই নির্বাচন হোক না কেনো, তা অবাধ ও নিরপেক্ষ হতে হবে এবং জনগণকে মতামত প্রকাশের সুযোগ দিতে হবে।”

তিনি আরও বলেন, “এটি আইনসিদ্ধ নীতিমালার মতোই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।”