বগুড়া- ৫ আসন

‘চমক সৃষ্টি করেছে দুই আসিফ’

আমিনুল ইসলাম শ্রাবণ, ধুনট উপজেলা  (বগুড়া) 
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৮ ১১:২৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৩৭ বার।

বগুড়া- ৫ আসনের নির্বাচনে চমক সৃষ্টি করেছেন আওয়ামী আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হাবিবর রহমানের ছেলে আসিফ ইকবাল সনি এবং বিএনপি মনোনিত প্রার্থী জিএম সিরাজের ছেলে আসিফ রব্বানী সানভী। এ দুই আসিফকে ঘিরে সাধারণ ভোটারদের আগ্রহ দেখা দিয়েছে।
 বগুড়া- ৫ আসনে এবারের ভোট যুদ্ধে আ.লীগ, বিএনপিসহ ৮টি রাজনৈতিক দলের প্রার্থীসহ মোট ১০জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে নৌকা ও ধানের শীষের নির্বাচনী লড়াই হওয়ার সম্ভাবনা দেখছেন সাধারণ ভোটাররা। বড় দু’দলের প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারনা চলছে জমজমাট। প্রতিদিনই মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা, শোডাউন, উঠান বৈঠক, সভা-সমাবেশে জমজমাট ভোট যুদ্ধ। এই যুদ্ধে চমক সৃষ্টি করেছেন দুই আসিফ। 

আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মুক্তিযোদ্ধা হাবিবর রহমানের একমাত্র ছেলে ইঞ্জিনিয়ার মুহাম্মদ আসিফ ইকবাল সনি। শিক্ষা জীবন শেষ করে জনসেবার ব্রুত নিয়ে তিনি রাজনীতিতে সক্রিয় হোন। তবে বর্তমানে পেশায় তিনি ব্যবসায়ী। আসিফ ইকবাল সনি ধুনট উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সহসভাপতি। ধুনট উপজেলায় সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থাকেন তিনি। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের আ.লীগের পতাকা তলে ঐক্যবদ্ধ রাখার প্রচেষ্টা চালিয়ে আসছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আ.লীগ মনোনিত প্রার্থী বাবা হাবিবর রহমানের নির্বাচন পরিচালনার সার্বিক তদারকি করছেন তিনি। ভোর থেকে গভীর রাত পর্যন্ত তিনি নিজে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন সভা-সমাবেশে যোগদান ও গণসংযোগের মাধ্যমে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছেন। আসিফ ইকবাল সনি বলেন, বাবার জন্য সন্তানের দায়িত্ব থাকে, এটা কোন ভাবে অস্বীকার করা যায় না। তবে নিজে যেহেতু জনসেবার মানুষিকতায় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় রয়েছি, সেহেতু দলীয় প্রধান শেখ হাসিনার নির্দেশনায় নৌকার বিজয়ের জন্য সাংগঠনিক ভাবেও দায়িত্ব বেড়েছে।

বিএনপি মনোনিত প্রার্থী জিএম সিরাজের একমাত্র ছেলে ইঞ্জিনিয়ার আসিফ রব্বানী সানভী। দেশ-বিদেশে শিক্ষা জীবন শেষ করে সক্রিয় হোন ব্যবসায়। ইতিমধ্যে তিনি ব্যবসায়ী হিসেবে সুনাম অর্জান করেছেন। রাজনীতিতে তাঁর সক্রিয় পদচারনা আগে লক্ষ্য করা যায় নি। তবে এবারের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরব তিনি। ধানের শীষ প্রতীকের বিজয়ে লক্ষ্যে সক্রিয় হয়েছেন তিনি। বিএনপির মনোনিত প্রার্থী বাবা জিএম সিরাজের নির্বাচনী সকল কর্মকান্ডের তদারকি করছেন আসিফ রব্বানী সানভী। এক সঙ্গে চালিয়ে যাচ্ছেন নির্বাচনী প্রচারনা। তাকে পেয়ে ধানের শীষের কর্মীদের মাঝে উৎসাহ দেখা দিয়েছে। আসিফ রব্বানী সানভী বলেন, বগুড়া- ৫ আসন থেকে বাবা ৪বার এমপি নির্বাচিত হয়েছেন। এই জনপদের মানুষের সাথে তার আত্মার সম্পর্ক রয়েছে। যার কারনে তিনি সব সময় মানুষের পাশে থেকেছেন। যখনই সুযোগ পেয়েছি, বাবার সাথে মানুষের মাঝে এসেছি। এবারের নির্বাচনে শেরপুর ও ধুনট উপজেলার প্রতিটি ইউনিয়নে যাচ্ছি। গণসংযোগ, সভা-সমাবেশের মাধ্যমে তৃনমুল নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। তাদের ভালবাসায় আমি মুগ্ধ। আগামীতেও জনকল্যানমূলক কাজের মাধ্যমে এসব মানুষের মাঝে থাকবো।

এদিকে সাধারণ ভোটারদের কাছে দুই আসিফ চমক সৃষ্টি করেছেন। তাদের নিয়ে আগ্রহ দেখা দিয়েছে ভোটারদের মাঝে। সাবেক ও বর্তমান এমপিদের দুই পুত্রের ব্যক্তিগত বিষয়ে জানার কৌতুহল প্রকাশ করছেন অনেকে। ভোটাররা ধারনা করছেন, আগামীতে প্রার্থী হিসেবে নিজেদের প্রস্তুত করছেন আসিফ ইকবাল সনি ও আসিফ রব্বানী সানভী।