বগুড়ায় করোনা আক্রান্তে এলজিইডি’র প্রকৌশলীর মৃত্যু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ অগাস্ট ২০২০ ১৭:১৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৪১ বার।

বগুড়ায় করোনা আক্রান্তে জুলফিকার আলী টেটু(৩৫) নামে এক প্রকৌশলী মারা গেছেন। তার বাড়ি এরুলিয়ার ঘোলাগাড়ি এলাকায়। তিনি নওগাঁয় এলজিইডি'র উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায়  শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে  (শজিমেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানিয়েছেন হাসপাতালে মুখপাত্র জাহাঙ্গীর আলম।

নওগাঁ এলজিইডি'র সিনিয়র সহকারী প্রকৌশলী  মোবারক হোসেন পুণ্ড্রকথাকে জানান, জুলফিকার আলী ২০১৯ সালে নওগাঁয় যোগদান করেন। তিনি এই করোনা দুর্যোগেও মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে গেছেন। কিন্তু তিনি অকালে এভাবে চলে যাবেন ভাবতেই পারিনি। 

জাহাঙ্গীর আলম জানান,  জুলফিকার আলী গত ৮আগস্ট  করোনার উপসর্গ নিয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন। গত ১০আগস্ট, তার   নমুনা পরীক্ষায়  তিনি কোভিড পজিটিভ হিসেবে শনাক্ত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কোয়ান্টাম ফাউন্ডেশন বগুড়া শাখার সমন্বয়ক মিজানুর রহমান জানান, তাদের ৬ জনের একটি স্বেচ্ছাসেবী  টিম স্বাস্থ্যবিধি মেনে মৃতদেহকে ধর্মীয় নিয়মানুসারে দাফনের জন্য হাসপাতাল চত্বরে জানাজা শেষে  পরিবারের কাছে  হস্তান্তর করেছে।