বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে জিলা স্কুলের ৯৯ ব্যাচের প্রাক্তন ছাত্রদের ব্যাগ বিতরণ

অরূপ রতন শীল
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৮ ১৫:১৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩২১ বার।

বগুড়া জিলা স্কুলের এস,এস,সি ৯৯ ব্যাচের (অদম্য ৯৯) প্রাক্তন ছাত্ররা চেলোপাড়া চাষীবাজারে ২৯ জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেছে। সোমবার ব্যাগ পাওয়া ওই সুবিধাবঞ্চিত  শিশুরা ভিন্নদৃষ্টি সংগঠনের সদস্য।  ব্যাগ  বিতরণ অনুষ্ঠানে   ‘অদম্য ৯৯’ এর পক্ষে ডাঃ ফরহাদ হক, আতিক মল্লিক, সুমন্ত ভট্টাচার্য, প্রীতম দত্ত, অলক পাল, এরফানুল মাহফুজ, ডাঃ রোকনুজ্জামান এবং  মাহবুবুল আলম মাসুম উপস্থিত ছিলেন।

‘অদম্য ৯৯’ মনে করে স্কুলের গন্ডী পেরিয়ে গেলেও সমাজ ও মানুষের প্রতি তাদের  কিছু দায়িত্ব ও দায়বদ্ধতা রয়েছে। শিশুকাল থেকেই তারা  স্কুলের দেয়ালে বড় হরফে লিখা, " শেখার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও" দেখে বেড়ে উঠেছে। সেকারণে সমাজের পিছিয়ে পড়া মানুষের প্রতি সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দেয়া উচিত বলে মনে করে 'অদম্য ৯৯' এর সদস্যরা।

ব্যাচের সদস্য অলক পাল বলেন, ‘আমরা জিলা স্কুলের ৯৯ সালের প্রাক্তন ছাত্ররা এর আগেও বন্যার্তদের জন্য ত্রাণ বিতরণ ও  শীতার্তদের জন্য কম্বল বিতরণ করেছি।' সেই ধারাবাহিকতায় এবারও মঙ্গলবার সারিয়াকান্দির চরগোদাগাড়ি তে ১৫০ জন দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে বলে তিনি জানান।