এক জোড়া জুতার দাম ৫ কোটিরও বেশি!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৪ অগাস্ট ২০২০ ১৭:২৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৫ বার।

চোখ কপালে উঠছে নিশ্চয়ই। এক জোড়া স্নিকার্সের দাম কিভাবে ৫ কোটি টাকা হয়? তবে জুতোজোড়া কার সেটি শুনলে আর অবাক হবেননা অবশ্য। এই জুতো যে ছোঁয়া পেয়েছে কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডানের পায়ের।

বৃহস্পতিবার নিলামে তোলার পর তার ম্যাচখেলা একজোড়া স্নিকার্সের দাম ওঠে ৬ লাখ ১৫ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি অংকে যেটি দাঁড়ায় ৫ কোটি ২১ লাখ টাকার বেশি। এক জোড়া স্নিকার্সের এটি রেকর্ড দাম। আগের রেকর্ডটাও ছিল জর্ডানের নামেই। মে মাসে তার বিক্রি করা আরেক জোড়া ম্যাচ স্নিকার্স বিক্রি হয়েছিল ৫ লাখ ৬০ হাজার ডলারে।

১৯৮৫ সালে ইতালিতে একটি প্রীতি ম্যাচ খেলার সময় এই স্নিকার্স পরেছিলেন বাস্কেটবলের ইতিহাসসেরা খেলোয়াড়। সেই ম্যাচে একটি বল তিনি এতো জোরে ডাঙ্ক করেন যে, পেছনের গ্লাসের তৈরি বোর্ড ছিন্নভিন্ন হয়ে যায়। 

অবসরের পর তাকে নিয়ে তৈরি করা প্রামাণ্যচিত্রে এই স্নিকার্সের কথা উল্লেখ করেছিলেন মাইকেল জর্ডান।