গাড়িতে ‘ফিঙ্গারপ্রিন্ট’ চাবি আনলো হিউন্দাই

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৮ ১৩:৪২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৯ বার।
প্রথাগত চাবির বদলে নতুন প্রজন্মের হিউন্দাই স্যানটা ফে গাড়িতে ফিঙ্গারপ্রিন্ট লকিং ব্যবস্থা এনেছে হিউন্দাই। গাড়ির চাবি হারানোর প্রবণতা রয়েছে এমন মানুষের জন্য বেশ সহায়ক হতে পারে এই প্রযুক্তি। চীনে নতুন স্যানটা ফে’র ‘অপশনাল প্যাকেজ’ হিসেবে আনা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে বলা হয়, নতুন এই ফিঙ্গারপ্রিন্ট ডিটেক্টর গাড়ি খুলতে ও ইঞ্জিন চালু করতে ব্যবহার করা যাবে। এতে গাড়িতে প্রথাগত চাবির প্রয়োজনীয়তা অনেকটা ল্যান্ডলাইন ফোনের মতোই হয়ে যাচ্ছে। গাড়ির দরজা খোলা এবং ইঞ্জিন চালু করার পাশাপাশি চালকের সেটিংস মোতাবেক তার আসন এবং পাশের আয়নাও ঠিক করা হবে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে।

এখনও প্রথাগত চাবি ব্যবহার করছে এমন গাড়ির সংখ্যা অনেক কমে এসেছে। বেশিরভাগ গাড়িতেই এখন দেখা যায় ‘ওয়্যারলেস কি ফব’। এ ছাড়াও বিকল্প অনেক প্রযুক্তি নিয়েও কাজ করছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এক্ষেত্রে বায়োমেট্রিক সেন্সর অনেক বেশি সহায়ক হবে বলেই ধারণা করা হচ্ছে। এতে গ্রাহককে চাবি বা জটিল কোনো পাসওয়ার্ড মনে রাখতে হবে না।

খবর বিডিনিউজ ২৪