নওগাঁয় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাঃ যুবদল নেতা গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধিঃ
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২০ ১১:৩৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২২ বার।

নওগাঁর ধামইরহাটে ডিজিটাল নিরাপত্তা আইনে দাযের করা মামলায় উপজেলা যুবদলের আহ্বায়ক তহিদুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার রসপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওইদিন বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সে উপজেলার রসপুর গ্রামের মৃত নমির উদ্দিনের ছেলে।

গত রোববার উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন স্থানীয় সাংবাদিক এম এ রাজ্জাক, যুবদল নেতা তহিদুল ইসলাম ও অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে ধামইরহাট থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন জানান, ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন এবং তাঁর ছোট ভাই উপজেলার খেলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালামকে নিয়ে একাধিক মিথ্যা ও মনগড়া তথ্য সাজিয়ে এম এ রাজ্জাক সম্প্রতি দৈনিক সত্যের সন্ধ্যান পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল শিক্ষাতথ্যডটকম-এ সংবাদ প্রকাশ করে। ‘২ বিঘা জমি থেকে আঙ্গুল ফুলে কলাগাছ’ শিরোনামে প্রকাশিত ওই সংবাদে দেলদার হোসেন ও তাঁর ভাই আব্দুস সালামের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি করে সম্পদ অর্জন ও দলীয় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তোলা হয়। সেই সংবাদটি গত ২১ সেপ্টেম্বর ধামইরহাট বার্তা নামের একটি ফেসবুক পেজে শেয়ার করেন উপজেলা যুবদলের আহ্বায়ক তহিদুল ইসলাম।

এই ঘটনায় দেলদার হোসেন বাদি হয়ে রোববার বিকেলে দৈনিক সত্যের সন্ধ্যান ও  অনলাইন নিউজ পোর্টাল শিক্ষাতথ্যডটকম- এর নওগাঁ জেলা প্রতিনিধি এমএ রাজ্জাক, যুবদল নেতা তহিদুল ইসলামসহ অজ্ঞাতনামা ব্যাক্তিদের বিরুদ্ধে তিনি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দাযের করেন।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন বলেন, দাযেরকৃত মামলার আসামী তহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসনামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।