‘যে কোনো তরুণ ক্রিকেটারের সঙ্গে আমি কথা বলতেই পারি’

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২০ ১৩:০৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৯ বার।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি হওয়ার আগে গত বছর আইপিএল দিল্লি ক্যাপিটালসের মেন্টর ছিলেন সৌরভ গাঙ্গুলী।
তবে বোর্ডের নিয়মানুসারে একসঙ্গে দুটি দায়িত্ব পালনের নিয়ম না থাকায় এবার আইপিএলে নেই ভারতের সাবেক এই সফল অধিনায়ক।

তবে গত আসরে তার কাছ থেকে দারুণ কিছু টিপস পেয়েছিলেন দিল্লির অধিনায়ক শ্রেয়াস আয়ার। চলতি আইপিএলে দুর্দান্ত পারফর্ম করে যাওয়া এই তারকা ক্রিকেটার মিডিয়াকে বলেছেন, তরুণ অধিনায়ক এবং ক্রিকেটার হিসেবে কোচ রিকি পন্টিং ও সৌরভ গাঙ্গুলীর কাছে আমি কৃতজ্ঞ। অধিনায়ক হিসেবে আমার উত্থানের জন্য উনাদের দুইজনের অবদান অনেক।

তার এমন মন্তব্যের পরই ভারতীয়দের অনেকেই মনে করছেন, এবারের আইপিএলেও হয়তো ভেতরে ভেতরে দিল্লি ক্যাপিটালসের পরামর্শক হিসেবে কাজ করছেন সৌরভ।

এ ব্যাপারে ভারতীয় সাবেক সফল অধিনায়ক বলেছেন, গত বছর আমি শ্রেয়াসকে সাহায্য করেছিলাম। আমি বোর্ড প্রেসিডেন্ট হতে পারি কিন্তু ভুলে গেলে চলবে না দেশের হয়ে পাঁচশ'টা (৪২৪) ম্যাচ খেলেছি। শ্রেয়াস আয়ার হোক, বিরাট কোহলি অথবা তরুণ যে কোনো ক্রিকেটারের সঙ্গে আমি কথা বলতেই পারি। ওরা যদি চায় তাহলে আমি ওদের সাহায্য করবই।