আদমদীঘিতে চালকল মালিকের ১ লাখ টাকা জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২০ ১৪:৩১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৬৮ বার।

বগুড়ার আদমদীঘিতে ডিজিএম চালকলে অতিরিক্ত চাল মজুতের দায়ে মিল মালিক মোতালেব হোসেনের এক লাখ জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার সন্ধ্যা ৭টায় উপজেলার সাইলো সড়কের পাশে ওই চালকলে আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহি অফিসার নির্বাহি ম্যাজিষ্ট্রেট সীমা শারমিন ও সহকারি কমিশনার (ভুমি) নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহবুবা হক।

জানা যায়, আদমদীঘির সাইলো সড়কের পাশে ডিজিএম নামক একটি চাতাল ও চালকলে অতিরিক্ত চাল মজুদ রেখেছেন এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যামনণ আদালত ওই চালকলে অভিযান চালায়। এসময় আদালত  অত্যাবশকীয় পণ্য আইন ১৯৫৬ এ ধারা ৩ (২) (গ) ধারা অমান্য করার দায়ে চালকল মালিক মোতালেব হোসেনের এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদন্ডের আদেশ দেন। এতে সহযোগিতা করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পরিতোষ কুন্ডু ও আইনশৃংখলা বাহিনী উপস্থিত ছিলেন। পরে আদালতে জরিমানা টাকা পরিশোধ করায় মোতালেব হোসেনকে খালাস দেয়া হয়।