শেরপুরে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০১ জানুয়ারী ২০১৯ ১১:৩৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৭ বার।

উৎসবমুখর পরিবেশে বগুড়ার শেরপুর উপজেলায় নতুন বছরের প্রথমদিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ। এ উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় অন্যদের মধ্যে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আরাফাত হোসেন, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাজমুল হক, প্রাথমিক শিকা কর্মকর্তা আব্দুল কাইয়ুম, স্থানীয় আওয়ামীলীগ নেতা আরফান আলী প্রমুখ বক্তব্য রাখেন। এরপর সাধুবাড়ী সালেহা পাবলিক স্কুল এন্ড কলেজে বই বিতরণ করেন জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আইয়ুব আলী। এছাড়া উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানেই বই বিতরণ উৎসব করা হয়। নতুন বছরের প্রথমদিনে নতুন বই হাতে নিয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেন শিক্ষার্থীরা। পাশাপাশি শিক্ষক-অভিভাবকদের মুখে আনন্দের ঝিলিক লক্ষ্য করা যায়। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থী আবু তালহা শোয়াইব জানায়, নতুন বই পেয়ে খুবই ভালো লাগছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম জানান, এই উপজেলার ১৩৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১১৬টি কিন্ডারগার্টেন স্কুলের প্রায় ৪০হাজার শিক্ষার্থীদের মাঝে মোট ২লাখ ১৬হাজার বই বিতরণ করা হয়েছে। আর মাধ্যমিক পর্যায়ে ৯০টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মোট ৫লাখ ৯৩হাজার বই বিতরণ করা হয়। বছরের প্রথম দিনেই শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়েছে বলে এই কর্মকর্তা জানান।