মার্কিন নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে বিকল্প ব্যবস্থা: কিম

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০১ জানুয়ারী ২০১৯ ১৩:১০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪২ বার।

উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে বিকল্প ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন। তিনি বলেছেন, পারমাণবিক নিরস্ত্রীকরণের ব্যাপারে তার দেশ অঙ্গীকারাবদ্ধ। তবে মার্কিন নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে তার হাতে বিকল্প পথ অনুসন্ধান ছাড়া আর কোনও পথ খোলা থাকবে না। মঙ্গলবার নতুন বছর উপলক্ষে পিয়ংইয়ংয়ে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে কিম জং উনের এ বক্তব্য সম্প্রচার করা হয়। বক্তব্যে কিম বলেন,  যুক্তরাষ্ট্রের দিক থেকে ইতিবাচক পদক্ষেপ এলে পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে।

মঙ্গলবারের এ হুঁশিয়ারির কদিন আগেই স্থগিত পরমাণু আলোচনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমঝোতার বার্তা দেন কিম জং উন। শুক্রবার অনির্ধারিত চ্যানেলের মাধ্যমে কিমের ‘চিঠির মতো’ ওই বার্তাটি ট্রাম্পকে পৌঁছে দেওয়া হয়। এর ভাষা ছিল বন্ধুত্বপূর্ণ বা সমঝোতামূলক।

এর আগে এ মাসের মাঝামাঝি সময়ে পরমাণু নিরস্ত্রীকরণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল উত্তর কোরিয়া। ট্রাম্প প্রশাসন নতুন করে দেশটির তিন শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপের পরপরই পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে তখন এমন হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছিল। পরে দৃশ্যত সেই অবস্থান থেকে সরে আসে পিয়ংইয়ং।

উত্তর কোরিয়ার সবচেয়ে বড় অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগী চীন। গত বছর থেকে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্কোন্নয়ন হয়েছে তাদের। এ বছরের জুনে সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। সেখানে পরমাণু নিরস্ত্রীকরণের ওপর জোর দেওয়া হয়।