বিপিএল খেলতে ঢাকায় ওয়ার্নার-তানভীর

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৩ জানুয়ারী ২০১৯ ০৭:৩১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮৭ বার।

বেজে উঠেছে বিপিএল ডঙ্কা। আর মাত্র একদিন বাকি। শনিবারই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর। এতে অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন অস্ট্রেলিয়া ওপেনার ডেভিড ওয়ার্নার এবং পাকিস্তান পেসার সোহেল তানভীর। বুধবার সন্ধ্যায় রাজধানীতে পা রাখেন তারা।

এবারের আসরে সিলেট সিক্সার্সের হয়ে মাঠ মাতাবেন ওয়ার্নার-তানভীর। দলটিকে নেতৃত্বও দেবেন ওয়ার্নার। তাই মাঠের বাইরের পরিকল্পনা সেরে নিতে আগেভাগেই দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। আর কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে একসঙ্গে ঢাকায় পা রেখেছেন তানভীর।

পৌঁছানোর পর তাদের বরণ করে নেয় সিলেট সিক্সার্স কর্তৃপক্ষ। পরে সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজেদের ভেরিফায়েড পেজে দুই ক্রিকেটারের নিরাপদে পা রাখার বিষয়টি ভক্তদের উদ্দেশে জানানো হয়।

বল টেম্পারিং-কাণ্ডে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ আছেন ওয়ার্নার। আগামী মার্চেই তার ওপর থেকে নিষেধাজ্ঞা ওঠে যাবে। অজিদের জাতীয় দলে ফেরার আগে নিজেকে ঝালাই করে নিতে বিপিএল খেলতে এসেছেন তিনি।

অন্যদিকে দীর্ঘদিন ধরে পাকিস্তান জাতীয় দলে ব্রাত্য তানভীর। তবে বিশ্বের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ মাতিয়ে যাচ্ছেন তিনি। বাংলাদেশের জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি লিগেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান এ বাঁহাতি পেসার।

বিপিএলে সিলেটের পারফরম্যান্স মোটেও নজরকাড়া নয়। সাত দলের মধ্যে পয়েন্ট টেবিলে পাঁচে থেকে গত আসর শেষ করে দলটি। তবে এবার শক্তিশালী দল গঠন করেছে তারা। বড় লক্ষ্য নিয়েই মাঠে নামছে ‘চায়ের দেশ’। ইতিমধ্যে অনুশীলনও শুরু করেছে। ৬ জানুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবেন ওয়ার্নাররা।

সিলেট সিক্সার্স স্কোয়াড

নাসির হোসেন, সাব্বির রহমান, লিটন দাস, সোহেল তানভীর, ডেভিড ওয়ার্নার, সন্দ্বীপ লামিচানে, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল-আমিন হোসেন, তৌহিদ হৃদয়, ফ্যাবিয়ান অ্যালেন, মোহাম্মদ ইরফান, নাবিল সামাদ, এবাদত হোসেন, অলক কাপালি, জাকির আলি, গুলবাদিন নাইব, আন্দ্রে ফ্লেচার, মেহেদি হাসান রানা, প্যাট ব্রাউন, নিকোলাস পুরান ও ইমরান তাহির।