বগুড়ার কৃতি সন্তান ড. এনামুল হক জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজার হলেন

পুণ্ড্রকথা রিপোর্ট:
প্রকাশ: ২৯ জুন ২০১৮ ০৭:০২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৫১১ বার।

বগুড়ার কৃতি সন্তান ড. এনামুল হক জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে পদোন্নতি পেয়েছেন। তাকে ঢাকায় ব্যাংকের মতিঝিল ভবন শাখার দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তিনি ওই ব্যাংকের ডিজিএম হিসেবে কর্মরত ছিলেন।
১৯৬৩ সালে জন্মগ্রহণকারী এনামুল হক সোনাতলা মডেল হাইস্কুল থেকে ১৯৭৯ সালে এসএসসি উত্তীর্ণ হন। এরপর বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে ১৯৮১ সালে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। তিনি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৫ সালে বিএসসি অনার্স (এজি) এবং পরবর্তীতে এগ্রোনমিতে তিনি এমএসসি সম্পন্ন করেন। এনামুল হক ১৯৯০ সালে জনতা ব্যাংকে কর্মজীবন শুরু করেন। মাঝে তিনি বগুড়ায় প্রিন্সিপ্যাল অফিসার এবং ডিজিএম হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে ঢাকায় বদলী হন।
এনামুল হক ১৯৯৭ সালে আইবিবি হতে ডিআইবিবি এবং আমেরিকান ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়া, ইউএসএ হতে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। পরের বছর ১৯৯৮ সালে তিনি দ্যা কলেজ অব প্রফেশনাল ম্যানেজমেন্ট হতে প্রিন্সিপ্যাল অব মডার্ণ ম্যানেজমেন্ট, পার্সোনাল ম্যানেজমেন্ট এবং ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস্্-এর ওপর ডিপ্লোমা করেন।
 পেশাদার ব্যাংকার ড.এনামুল হক একজন সমাজ সেবক হিসেবেও নাম কুড়িয়েছেন। তিনি এরই মধ্যে ‘হাজী মোহাম্মদ মোহসীন সম্মাননা’, ‘মাদার তেরেসা অ্যাওয়ার্ড’ ‘এমএজি ওসমানি পিস অ্যাওয়ার্ড’ ও ‘মহাত্মাগান্ধী সম্মাননা’ পেয়েছেন। বগুড়ার সোনাতলা উপজেলার চমরগাছা গ্রামের মরহুম মমতাজুর রহমানের সন্তান ড. এনামুল হক এক পুত্র ও কন্যা সন্তানের জনক। বগুড়ায় তাঁর বন্ধুদের মধ্যে বগুড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মরহুম শেখ মাহবুব হোসেন লেমন ছিলেন অন্যতম।