বগুড়ায় করোনায় এক নারীসহ ৩ জনের মৃত্যুঃ নতুন শনাক্ত ৩৩

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২০ ০৫:৫৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৩৫ বার।

বগুড়ায় গত ২৪ ঘন্টায় ১৯৮টি নমুনার ফলাফলে নতুন করে ৩৩জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ১৬ দশমিক ৬৬ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ১৮ জন। তবে করোনায় নতুন করে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এরা হলেন- মতিউর(৬৫), শামছুল আলম এবং এবং সুলতানা(৬৭)। মারা যাওয়া তিনজনই বগুড়া সদর উপজেলার বাসিন্দা। এদের মধ্যে মতিউর শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে এবং বাকি দুইজন শামছুল ও সুলতানা টিএমএমএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

এছাড়া নতুন আক্রান্ত ৩৩ জনের মধ্যে সদর ২৮, গাবতলী ২, আদমদিঘী ২ এবং বাকি একজন কাহালুর বাসিন্দা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

ডা. তুহিন জানান, ২৫ নভেম্বর, জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ১৯৮টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনায় ২৯জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ১০টি নমুনা ৪জনের পজিটিভ এসেছে।

এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৮হাজার ৭০৬জন এবং সুস্থতার সংখ্যা ৭হাজার ৯৫১জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে তিনজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ২০৬জনে দাঁড়িয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৫৪৯জন।