এক বোনের বিরুদ্ধে জাল দানপত্র তৈরি করে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ

বগুড়ায় সম্পত্তি নিয়ে সাবেক পুলিশ কর্মকর্তার ছেলে-মেয়েদের বিরোধ

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ১৫ জানুয়ারী ২০১৯ ১১:২৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯৮ বার।

বগুড়ার চকলোকমান এলাকায় বিলকিছ আক্তার নীলা নামে যুক্তরাজ্য প্রবাসী এক মহিলার বিরুদ্ধে জাল দানপত্র তৈরি করে পৈতৃক জমি দখল চেষ্টার অভিযোগ করেছেন তারই ভাই শেখ ফয়সাল উদ্দিন কামরান। মঙ্গলবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি ওই অভিযোগ উত্থাপন করেন। 
দুপুর ২টার দিকে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সীমা খাতুন নামে তার অপর এ বোনও উপস্থিত ছিলেন। তিনিও তার বোনের বিরুদ্ধে ওই একই অভিযোগ উত্থাপন করেন। সংবাদ সম্মেলনে শেখ ফয়সাল উদ্দিন কামরান জানান, তার বাবা মরহুম শেখ নিজাম উদ্দিন একজন পুলিশ কর্মকর্তা ছিলেন। 
লিখিত বক্তব্যে কামরান বলেন, চকলোকমান মৌজায় তার বাবা সাবেক পুলিশ কর্মকর্তা শেখ নিজাম উদ্দিনের কেনা ১০ শতাংশ জমি ছিল। যার অর্ধেক তিনি তার জীবদ্দশায় বিক্রি করে গেছেন। বাকি ৫ শতাংশ জায়গার ওপর তারা মা এবং ২ ভাই ও ৫ বোনসহ বসবাস করছিলেন। তার বোন বিলকিছ আক্তার নীলা এক সময় যুক্তরাজ্যে পাড়ি জমান। এর মাঝে ১৯৯৯ সালে তার বাবা মৃত্যুবরণ করেন। সম্প্রতি যুক্তরাজ্য প্রবাসী বোন বিলকিছ আক্তার নীলা দেশে ফিরে তাদের বাবার রেখে যাওয়া বাড়িটি তার একক সম্পত্তি বলে দাবি করেন। প্রমাণ হিসেবে তিনি ২০১১ সালে একটি জাল দানপত্র দেখান। যাতে অন্য ভাই-বোনের স্বাক্ষর জাল করা হয়েছে।
কামরান জানান, জাল ওই দলিল বাতিলের জন্য তিনি ও তার অপর বোন সীমা খাতুন বগুড়ার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মামলা (নং-১০/২০১৯) দায়ের করেছেন। কিন্তু তা সত্ত্বেও তার বোন বিলকিছ আক্তার নীলা কোন বাধা মানছে না। তিনি বলে,‘ আমার বোন বিলকিছ আক্তার নীলা গত ১৩ জানুয়ারি ৩০/৪০জন বহিরাগত ভাড়াটিয়া লোকজন নিয়ে বেলা সড়ে ১১টার দিকে আমাদের বাড়িতে ঢোকে এবং আমাদের উচ্ছেদ করার চেষ্টা করে। তারা বাড়ির পাশে আমার টার্কি মুরগির ফার্ম ও বাড়ি ভাংচুর করে এবং আমার স্ত্রীকেও মারধর করে। এক পর্যায়ে তিনি আমাদের জীবন নাশেরও হুমকি দেন।’ নিজের জীবনের নিরাপত্তা চেয়ে তিনি প্রশাসনের সহযোগিতা চেয়ে বলেন, ‘এমতাবস্থায় আমি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।’