ঘুমন্ত মায়ের কোল থেকে নবজাতক উধাও, কবিরাজের দাবি ‘জিনে’ নিয়েছে

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২০ ১১:১১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬১ বার।

সাতক্ষীরায় ঘুমিয়ে থাকা এক মায়ের কোল থেকে সোহান নামে ১৫ দিনের এক নবজাতক চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার হাওয়ালখালি গ্রামে এই ঘটনা ঘটে।

এদিকে নানির বাড়িতে আশ্রিত ফাতেমা খাতুন তার সন্তানকে হারিয়ে পাগলপ্রায়। আশপাশের এলাকার মানুষ ঘটনাটি জানতে ওই বাড়িতে ভিড় করছে। প্রত্যন্ত গ্রামের মানুষের ধারণা ফুটফুটে শিশুটিকে জিনে নিয়ে গেছে। এদিকে খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। খবর সমকাল অনলাইন 

স্থানীয়রা জানায়, দু’বছর আগে সদর উপজেলায় নানির বাড়িতে আশ্রিত ফাতেমার কলারোয়া উপজেলার সাহাপুর গ্রামের সোহাগ হোসেনের সঙ্গে বিয়ে হয়। শ্বশুর বাড়িতে কিছুদিন থাকার পর পারিবারিক কলহের কারণে আবারও স্বামীকে নিয়ে তাকে আশ্রয় নিতে হয় নানির বাড়িতে। গত ১১ নভেম্বর সাতক্ষীরা শহরের আনোয়ারা ক্লিনিকে জন্ম নেয় তাদের একটি পুত্র সন্তান। শিশুটির নাম রাখা হয় সোহান হোসেন। এরপর শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে যেতে হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। গত বুধবার তারা সন্তান নিয়ে বাড়ি ফিরে আসেন। পরদিন বৃহস্পতিবার দুপুরে বাড়ির বারান্দায় ঘুমন্ত মায়ের কোল থেকে শিশুটি হারিয়ে যায়। কে বা কারা তাকে চুরি করে নিয়ে গেছে কেউ বলতে পারে না। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তারা এক কবিরাজের দারস্থ হন। কবিরাজ তাদের জানান, শিশুটিকে নাকি জিনে নিয়ে গেছে। সেখানে সে নাকি ভাল রয়েছে এবং ক’দিন পরেই তাকে নাকি ফিরিয়ে দিয়ে যাবে। প্রত্যন্ত গ্রামের সহজসরল মানুষগুলো তারই অপেক্ষায় প্রহর গুনছে।

শিশুটির মা ফাতেমা খাতুন ও বাবা সোহাগ হোসেন জানান, দুপুরে ঘুম থেকে উঠে দেখি বাচ্চা নেই। অনেক খোঁজাখুঁজি করেও এখনও পাওয়া যায়নি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।