টিএমএসএস’র উদ্যোগে গোবিন্দগঞ্জের কামদিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ১৬ জানুয়ারী ২০১৯ ১২:১৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৬ বার।

টিএমএসএস’র উদ্যোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার কামদিয়ার চক মানিকপুর আমিনীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় ওই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম।
 

টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের উদ্যোগে উক্ত মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য প্রকৌশলী  মনোয়ার হোসেন চৌধুরী। তিনি বলেন, স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বেসরকারী প্রতিষ্ঠানও স্বাস্থ্য সেবা প্রদানে কাজ করছে। টিএমএসএস স্বাস্থ্য, শিক্ষা সহ বিভিন্ন ভাবে দেশের উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।

গাইবান্ধা জেলা পরিষদ সদস্য ও কামদিয়া চক মানিকপুর আমিনিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে মেডিকেল কলেজের উদ্বোধনী আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মণ, পুন্ড্র ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান স্থপতি এমএইচএম শাহজাহান তরু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মজিদুল ইসলাম, টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক ডা. মতিউর রহমান, টিএমএসএস পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ আয়শা বেগম, কামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু, মহিমাগঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান এবং চক মানিকপুর আমিনীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ রেজাউল করিম।
স্বাগত বক্তব্য রাখেন রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন। ওই ক্যাম্পে স্থানীয় অধিবাসীদের স্বাস্থ্য সেবা প্রদানে ২৯ জন ডাক্তার ফ্রি চিকিৎসা প্রদান করেন। মেডিসিন, চক্ষু, কার্ডিওলজি, ডেন্টাল, নাক-কান-গলা, অর্থোপেডিক্স, ডায়াবেটলজি ও গাইনি বিভাগের প্রফেসর পর্যায়ের চিকিৎসক সহ রেজিষ্ট্রার, সিনিয়র মেডিকেল অফিসারগণ প্রায় এক হাজার রুগীর চিকিৎসা প্রদান করেন। এছাড়াও মেডিকেল ক্যাম্প থেকে জটিল রোগীদের টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে চিকিৎসা প্রদানের ব্যবস্থা করা হবে।