৩৫ উত্তীর্ণ ইনডেক্সধারী কর্মচারীরা শিক্ষক পদে নিয়োগ পাবেন না

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ১৮ জানুয়ারী ২০১৯ ১২:৫৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৪ বার।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৪০ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে গত ১৮ ডিসেম্বর গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ বিজ্ঞপ্তি অনুসারে শিক্ষক পদে জমা পরে ৩১ লাখ আবেদন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা কর্মচারী পদে চাকরি করছেন এবং ইনডেক্সধারী তাদের বয়স ৩৫ বছরের বেশি হলে এনটিআরসিএ তাদের শিক্ষক পদে নিয়োগের সুপরিশ করবে না। তবে, আবেদনকারী ইনডেক্সধারী শিক্ষকদের বয়স ৩৫ এর বেশি হলেও তাদের অবেদনগুলো নিষ্পত্তি করা হবে এমনটাই জানিয়েছে এনটিআরসিএ সূত্র।