সংসদের সংরক্ষিত নারী আসনে বগুড়ার মনোনয়ন প্রত্যাশী যারা

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ১৮ জানুয়ারী ২০১৯ ১৩:২৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৩১ বার।

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বগুড়ায় মনোয়ন প্রত্যাশী  আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেত্রীরা দলের মনোনয়ন ফরম সংগ্রহ অব্যাহত রেখেছেন। বৃহস্পতিবার পর্যন্ত যারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তাদের মধ্যে ১১জনের নাম জানা গেছে। মনোনয়ন প্রত্যাশী নেত্রীদের মধ্যে সাবেক সাংসদ, আইন কর্মকর্তা, চিকিৎসকসহ পেশাজীবী এবং পৌরসভা এবং উপজেলা পরিষদের সাবেক জনপ্রতিনিধিরাও রয়েছেন।
দলীয় সূত্রগুলো জানায়, আগামী ২০ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহের সুযোগ রয়েছে। যে কারণে মনোনয়ন প্রত্যাশীদের অনেকেই ঢাকায় অবস্থান করছেন এবং কেউ কেউ প্রস্তুতি নিচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে, অপেক্ষাকৃত তরুণরাই মনোনয়ন ফরম সংগ্রহে এগিয়ে রয়েছেন। তবে পিছিয়ে পড়তে নারাজ প্রবীণরাও। প্রবীণরা প্রয়াত স্বামী নয়তো পিতার উত্তরসূরী হিসেবে মনোনয়ন প্রত্যাশা করছেন। পক্ষান্তরে নবীণরা সবাই এক সময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
বগুড়ায় যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেনঃ সাবেক সাংসদ বগুড়া জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক কামরুন নাহার পুতুল, সাবেক সাংসদ আওয়ামী মহিলা লীগ বগুড়া জেলা শাখার সভাপতি খাদিজা খাতুন শেফালি, বগুড়া জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বিশিষ্ট চিকিৎসক ডা. সামসুন নাহার শেফালি, আওয়ামী মহিলা লীগের বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক সুরাইয়া নিগার সুলতানা ডরোথী, যুব মহিলা লীগ বগুড়া জেলা শাখার সভাপতি বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লাইজিন আরা লীনা, একই সংগঠনের সাধারণ সম্পাদক বগুড়া পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ডালিয়া নাসরিন রিক্তা, সহকারি অ্যাটর্নী জেনারেল জান্নাতুল ফেরদৌসী রূপা, বগুড়া থেকে প্রকাশিত দৈনিক চাঁদনী বাজার পত্রিকার সম্পাদক সুমনা রায়, মহিলা আওয়ামী লীগ বগুড়া জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হেফাজত আরা মিরা, সিনিয়র সাংগঠনিক সম্পাদক বগুড়া পৌরসভার সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসনা খাতুন ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাজিয়া সুলতানা পান্না।
মনোনয়ন ফরম সংগ্রহকারী প্রত্যেকেই সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশা করছেন। তারা প্রত্যেকেই মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের পাশাপাশি নারী উন্নয়ন কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছেন। সাবেক দুই সাংসদ কামরুন নাহার পুতুল ও খাদিজা খাতুন শেফালি জানান, সাংসদ হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তাদের রয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা নিজ এলাকাকে আরও সামনের দিকে এগিয়ে নিতে চান। বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লাইজিন আরা লীনা এবং বগুড়া পৌরসভার সাবেক দুই ওয়ার্ড কাউন্সিলর হাসনা খাতুন ও ডালিয়া নাসরিন রিক্তা জানিয়েছেন, ছোট পরিসরে হলেও জনপ্রতিনিধি হিসেবে তাদের কাজের অভিজ্ঞতা রয়েছে। সুযোগ পেলে তারা আরও বড় পরিসরে কাজ করতে চান। বিশিষ্ট চিকিৎসক ডা. সামসুন নাহার শেফালি জানান, তিনি চিকিৎসা সেবার পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। সুযোগ পেলে তিনিও জনগণের উন্নয়নে কাজ করে যেতে চান। তার মতই সুযোগ চান মহিলা আওয়ামী লীগ নেত্রী হেফাজত আরা মিরা।
বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী সুরাইয়া নিগার সুলতানা ডরোথী জানান, তার বাবা ডা. গোলাম সারোয়ার সাংসদ ছিলেন। বাবার কারণেই তিনি রাজনীতিতে এসেছেন। তার আশা দল তাকে মূল্যায়ন করবে। সহকারি অ্যাটর্নী জেনারেল জান্নাতুল ফেরদৌস রূপা, সুমনা রায় এবং রাজিয়া সুলতানা পান্না ছাত্রজীবনে ছাত্রলীগের বিভিন্ন পদে নেতৃত্ব দেওয়ার কথা জানিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার যে লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন তাকে এগিয়ে নিতেই তারা দায়িত্ব নিয়ে কাজ করে যেতে চান।