গভীর সমুদ্রে হাঙরের সঙ্গে সেলফি!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারী ২০১৯ ০৮:১২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০৬ বার।

সময়টাকে গিলে খেয়েছে সোশ্যাল মিডিয়া। আর সোশ্যাল মিডিয়ার বিশেষ একটি অনুসঙ্গ হলো সেলফি।

প্রতিদিনই নানা ঢঙে, নানা রঙে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন লাখো কোটি মানুষ।

সেলফি প্রতিযোগিতায় যেন বুদ নেটবিশ্ব। আর এ প্রতিযোগিতায় বেশ কিছুদিন ধরে যুক্ত হয়েছে দুঃসাহসিক বা বিপজ্জনক সেলফি তোলা। বেশ কিছুদিন ধরে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে, উঁচু দালান বা টাওয়ার ওপরে ওঠে সেলফি তুলতে দেখা গেছে অনেককেই।

 

এবার সেই ট্রেন্ডে যুক্ত হলো এমন একটি সেলফি। প্রশান্ত মহাসাগরে বিশাল একটি হাঙরের সঙ্গে সেলফি তুললেন একদল ডুবুরি।

সেলফিটি দেখে হলিউড সিনেমার কোনো দৃশ্য বলে মনে হলেও যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের ওহু দ্বীপের দক্ষিণ উপকূলে ঘটেছে এ ঘটনা।

বিবিসি জানিয়েছে, প্রশান্ত মহাসাগরের ঠিক মধ্যেখানে বিশাল এই হাঙরের সঙ্গে ছবি তোলেন একদল ডুবুরি। শুধু সেলফিই নয়, ডুবুরিদের অনেকেই ওই স্ত্রী হাঙরটিকে ছুঁয়েও দেখেছেন।

ওই দলের নেতৃত্বে ছিলেন ওশান রামসে নামের এক ডুবুরি।

ডেইলি হনলুলু স্টার অ্যাডভারটাইজারকে ওশান জানান, সমুদ্রে একদল হাঙর মৃত তিমির মাংস খাচ্ছিল। আমরা দৃশ্যটি ভিডিও করতে থাকি। এমন সময় দেখি ওই হাঙরটিও এসেছে। সে এসেই ডুবুরিদের নৌকাটিকে নাড়া দিতে থাকে। আর তারপরই আমাদের সঙ্গে সেলফি তুলে সে। তাকে ছুঁয়েও দেখেছি আমরা।’

বিবিসি আরও জানিয়েছে, হাঙরটির বয়স ২০ বছরের কিছু বেশি। হাঙড়টির দৈর্ঘ্য ২০ ফুট এবং এর ওজন প্রায় আড়াই টন।

গবেষকরা সাদা রংয়ের এই হাঙরটির নাম দিয়েছেন ‘ডিপ ব্লু শার্ক’ বা ‘গাঢ় নীল হাঙর’।