২৭ জানুয়ারী থেকে এক মাস কোচিং সেন্টার বন্ধ থাকবে -শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২০ জানুয়ারী ২০১৯ ১৩:০৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৪০ বার।

এসএসসি পরীক্ষা শুরুর সাতদিন আগে থেকে শেষ পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে সাংবাদিকদের জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘এবার ২৭ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।’ এছাড়া প্রশ্নফাঁস রোধে গোয়েন্দা নজরদারি থাকবে। 

 

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা-২০১৯ উপলক্ষে জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভাশেষে  প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।  

 

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষাকে কেন্দ্র করে গুজবের বিরুদ্ধে তীক্ষ্ণ গোয়েন্দা নজরদারি শুরু হয়েছে। গুজব প্রতিরোধে বিটিআরসি ও তথ্য মন্ত্রণালয় কাজ করবে। বিভিন্ন গণমাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে। শিক্ষামন্ত্রী এসময় কোথাও প্রশ্নফাঁস হয়েছে কিনা সে বিষয়ে সন্ধান না করতে পরীক্ষার্থীদেরও এ বিষয়টিকে প্রশ্রয় না দেবার জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান তিনি।

 

এ বছর চার হাজার ৯৬৪টি কেন্দ্রে ২৫ লাখ ৭৩ হাজার ৮৫১ জন শিক্ষার্থী মাধ্যমিক পর্যায়ের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেবে।

আগামী ২ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি হবে তত্ত্বীয় পরীক্ষা। আর ২৬ ফেব্রুয়ারি সংগীত বিষয়ের এবং ২৭ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চের মধ্যে অন্য বিষয়ের ব্যবহারিক পরীক্ষা হবে।

এবারও বহু নির্বাচনী (এমসিকিউ) অংশের উত্তর আগে দিতে হবে। পরে নেওয়া হবে সৃজনশীল/রচনামূলক অংশের পরীক্ষা।

 

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা কক্ষে নির্ধারিত আসনে বসতে হবে।

 

অন্যদের মধ্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো: সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর ছাড়াও জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। খবর দৈনিক শিক্ষা