তার নেতৃত্বেই ১০ জানুয়ারি এক ব্যবসায়ীর ২৫ লাখ টাকা ছিনতাই

বগুড়ার শিবগঞ্জে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে ছিনতাই  চক্রের হোতা জুয়েল আহত: ৮০ হাজার টাকা উদ্ধার

প্রকাশ: ২১ জানুয়ারী ২০১৯ ০৭:১১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৫ বার।

বগুড়ায় পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে জুয়েল (৩৮) এক ব্যক্তি আহত হয়েছে। রোববার দিবাগত গভীর রাতে জেলার শিবগঞ্জ উপজেলার বিহার পশ্চিমপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ জুয়েল ছিনতাই চক্রের হোতা। সে ২৫ লাখ টাকা ছিনতাই সংক্রান্ত চাঞ্চল্যকর মামলার আসামী এবং তার বিরুদ্ধে ছিনতাইয়ের একাধিক অভিযোগ রয়েছে। সে ওই গ্রামের মৃত আয়েজ ফকিরের ছেলে। গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকার সময় তার হাতে একটি ওয়ান শুটার গান ছিল এবং পরে দেহ তল্লাশী করে ৩.৩ রাইফেলের গুলিও পাওয়া যায়। 

আহত জুয়েলের স্বীকারোক্তিতে পুলিশ তার বাড়ি থেকে ছিনতাইয়ের ৮০ হাজার টাকা উদ্ধার করেছে। সে বর্তমানে পুলিশ প্রহরায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ডাকাতদের ছোঁড়া গুলিতে আছমত আলী নামে গোয়েন্দা পুলিশের (ডিবি) এক কনস্টেবল আহত হয়েছেন। তাকে পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়ার শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, গত ১০ জানুয়ারি ফজলুর রহমান নামে এক ব্যবসায়ী বগুড়া এবং মহাস্থানে ব্যাংক থেকে পঁচিশ লাখ টাকা উত্তোলন করে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা পৌণে ৬টার দিকে তিনি মশলা গবেষণা কেন্দ্র অতিক্রম করার সময় একদল দুর্বৃত্ত ৩টি মোটর সাইকেল নিয়ে তার পথরোধ করে এবং টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। ওই ঘটনায় সেদিন শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের (নং ২১) হয়।

ওসি মিজানুর রহমান বলেন, মামলার এজাহারে কারও নাম না থাকলেও তদন্তে উপজেলার বিহার পশ্চিমপাড়া গ্রামের মৃত আয়েজ ফকিরের ছেলে জুয়েলের সম্পৃক্তার প্রমাণ পাওয়া যায়। তিনি বলেন, জুয়েলের নেতৃত্বে গড়ে ওঠা একটি চক্র দুইমাস আগে অপর এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে তার ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছিল।

বগুড়ায় পুলিশের গণমাধ্যম শখার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, শিবগঞ্জ থানার ছিনতাই মামলায় আটক ইয়াছিন নামে এক আসামী গত ২০ জানুয়ারি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। তার দেওয়া তথ্য অনুযায়ী জড়িত আসামীকে গ্রেফতার এবং লুট করা টাকা উদ্ধারের জন্য বগুড়া ডিবি পুলিশের ওসির নেতৃত্বে একদল পুলিশ রোববার দিবাগত রাত ১টার দিকে বিহার পশ্চিমপাড়ায় যায়। তারা জনৈক হাফিজার রহমানের বাড়ির কাছে পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও শর্টগান থেকে পাল্টা গুলি চালায়। ১২ রাউণ্ড গুলি ছোঁড়ার পর ডাকাতদল ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। 

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক ব্যক্তিকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। তার হাতে একটি ওয়ানশুটার গান এবং ৩.৩ রাইফেলের তিন রাউন্ড গুলি পাওয়া যায়। তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে সে জানায় তার নাম জুয়েল (৩৮। বাবার নাম মৃত আয়েজ ফকির। বাড়ি বিহার পশ্চিম পাড়ায়। সে গত ১০ তারিখের মশলা গবেষণা কেন্দ্রের সামনের ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথাও স্বীকার করে। পরে জুয়েলের দেওয়া তথ্য মতে তার বাড়ি থেকে লুণ্ঠিত টাকার মধ্যে ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়।  

সনাতন চক্রবর্তী জানান, ওই ঘটনায় আছমত আলী নামে ডিবি’র এক কন্সটেবল আহত হয়েছেন। তাকে পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, ওই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পালিয়ে যাওয়া আসামীদের ধরতে অভিযানও অব্যাহত রয়েছে।