বগুড়া আ. হক কলেজের রোকেয়া হলে ফল উৎসব

অরূপ রতন শীলঃ
প্রকাশ: ১৬ জুলাই ২০১৮ ১২:২২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০২৮ বার।

উৎসব, তাও আবার ফলের!  বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছাড়া যেমন উৎসব হয় না তেমনি নানা স্বাদের ফল ছাড়া ফলের উৎসব কল্পনাও করা যায় না। সে জন্যই হয়তো বিশ রকম দেশি ফল নিয়ে ফল উৎসবের আয়োজন করেছিল বগুড়া সরকারি আজিজুল হক কলেজ রোকেয়া হলের শিক্ষার্থীরা। সোমাবার সকাল ১১টায় হলের রেস্ট হাউজে ব্যতিক্রমী ওই উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী। ফল উৎসবে ঠাঁই পেয়েছিল-আম, কাঁঠাল, ডেওয়া, আমড়া, কামরাঙ্গা, তাল, তরমুজ, বাঙ্গি, পেয়ারা, আনারস, লটকন, খেজুর, কলা, জামরুল, জাম্বুরা, বকুল, করমচা, তেঁতুল, কাঠলিচু এবং আতা।
আয়োজকদের পক্ষ থেকে মৌসুমী আক্তার ভাবনা জানান, এসব ফলের মধ্যে বেশ কয়েকটি এরই মধ্যে দুষ্পাপ্য হয়ে গেছে। তেমনই একটি ফল আতা। আমাদের এই প্রজন্মের অনেকেই এই ফলটিকে তেমন চেনে না। কখনও এর স্বাদও নেওয়ার সুযোগ হয়নি। কিন্তু বড়দের কাছে শুনেছি এক সময় এই ফলের গাছটি আমাদের বাড়ির আশে-পাশে, বাগানে এবং পুকুরপাড়ে বেশি চোখে পড়তো। অতিপরিচতি সেই ফল খেতে যেমন সুস্বাদু তেমনি এর অনেক ওষুধি গুণও রয়েছে। এগুলো আমাদের জানতে হবে। ফল উৎসবের এটিও একটি উদ্দেশ্য।
ফল উৎসবে শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রোবেয়া হলের সুপার প্রফেসর জহুরা ওয়াহিদা রহমান, গুলশান আরা বানু, মাসুদ ইকবাল, গোলাম মোস্তফা, সাধন কুমার দেবনাথ। তারা এমন আয়োজনের জন্য রোকেয়া হলের শিক্ষার্থীদের ধন্যবাদ দেন। শিক্ষকবৃন্দ দুষ্পাপ্য হয়ে যাওয়া দেশীয় ফলগুলোকে টিকিয়ে রাখার জন্য সবাইকে উদ্যোগী হবার আহবান জানান। আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগ সরকারি আজিজুল হক কলেজ শাখার সভাপতি কে,এম মোজাম্মেল হোসাইন বুলবুল, সাধারণ সম্পাদক আব্দুর রউফ এবং হল শাখার নেত্রী মেহেরুন্নেছা ইতি।