শেরপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক নিহত : আহত ২০

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৬ জানুয়ারী ২০১৯ ১৩:০৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬০ বার।

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে লিটন সরকার (৩৪) নামে একজন ট্রাক চালক নিহত হয়েছে।  তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খান্দারপাড়া এলাকার চেন্নু সরকারের ছেলে। আহত হয়েছেন আরও অন্তত ২০জন। তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) ও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে ৩জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
 

শেরপুর থানার এসআই আতোয়ার রহমান জানান, পাটগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিলা পরিবহনের (ঢাকা মেট্টো ব-১২-০১৪) একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের (ঢাকা মেট্টো ট-১৩-১৪১০) মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন। তবে ট্রাক চালক লিটন সরকারকে হাসপাতালে নেয়ার পথেই মারা যান। আহতদের বগুড়ার শজিমেক ও সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।