খাদ্য অধিকার আইনের পক্ষে নওগাঁ সরকারি কলেজে গণস্বাক্ষর অভিযান

পুণ্ড্রকথা রিপোর্ট:
প্রকাশ: ১৯ জুলাই ২০১৮ ১৩:৪৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩০৮ বার।

খাদ্য অধিকার আইন প্রণয়নে সমর্থন আদায়ে নওগাঁ সরকারি কলেজে গণস্বাক্ষর অভিযান চালিয়েছে বেসরকারি সংগঠন ‘হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড’। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কলেজে অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মোস্তাফিজার রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর স্বাক্ষর গ্রহণের মাধ্যমে গণস্বাক্ষর অভিযানের সূচনা করা হয়।
এরপর একে একে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. বেলাল হোসেন, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোঃ আব্দুস ছামাদ, প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক জাহিদা বেগমসহ সংস্কৃতিকর্মীরা কলেজের প্রত্যেক বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবির স্বপক্ষে প্রচারাভিযান চালান এবং গণস্বাক্ষর গ্রহণ করেন।
প্রচারাভিযানে অংশ নেন বগুড়ার মঞ্চ অভিনেতা নাট্য সংগঠক সরকারি আজিজুল হক কলেজ থিয়েটারের সাবেক সভাপতি সিজুল ইসলাম, তার্কিক মৌসুমী আক্তার ভাবনা ও নওগাঁ থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম।

হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড-এর কর্মকর্তা রাশেদুল ইসলাম রাশেদ জানান, খাদ্য অধিকার আইন প্রণয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী বরাবর আবেদন জানানোর জন্য তাদের সংগঠনের পক্ষ থেকে এক লাখ মানুষের স্বাক্ষর সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রচার কার্যক্রমও চালিয়ে যাচ্ছেন তারা। তারই ধারবাাহিকতায় বৃহস্পতিবার তারা নওগাঁ সরকারি কলেজে প্রচারাভিযান চালানো হয়।