বগুড়ার তিনটি স্কুলে শনিবার ভ্রাম্যমাণ বই মেলা

পুণ্ড্রকথা রিপোর্টঃ
প্রকাশ: ১৯ জুলাই ২০১৮ ১৪:৫৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩০৯ বার।

বগুড়ায় আরও তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ বই মেলা আয়োজন করেছে প্রকাশনা সংস্থা ‘আলোঘর’। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বগুড়া জিলা স্কুল, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ এবং টিএমএসএস পাবলিক ও স্কুল ও কলেজে আয়োজিত ভ্রাম্যমাণ বই মেলায় বিপুল সংখ্যক শিক্ষার্থী ভিড় করে।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২১ জুলাই শনিবার বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ ও প্রি-ক্যাডেট হাইস্কুলে এক যোগে বই মেলা অনুষ্ঠিত হবে। এতে মুক্তিযুদ্ধ, বিজ্ঞান, সায়েন্সফিকশন, নন ফিকশন, গণিত, শিশুতোষ, কিশোর উপন্যাস, জীবনীগ্রন্থ এবং বিদেশী লেখকদের অনূদিত বইসহ দেশ বরেণ্য সকল লেখকের বই প্রদর্শন করা হবে। মেলায় বিশেষ কমিশনে বই সংগ্রহের ব্যবস্থাও রয়েছে।
‘আলোঘর’-এর জনসংযোগক কর্মকর্তা হাসনাত মোবারক জানান, তাদের সংগঠন মনে করে মেধা ও মনন গঠনের জন্য সৃজনশীল বইয়ের বিকল্প  নাই। সে কারণেই শিক্ষার্থীদের বই পাঠে উৎসাহ দিতে দিশা পরিচালিত আলোঘর কার্যক্রম দেশব্যাপী আয়োজন করে আসছে ভ্রাম্যমাণ বইমেলার।
বগুড়া জিলা স্কুলে ভ্রাম্যমাণ মেলায় বিপুল সংখ্যক বইয়ের সমাহার দেখে অভিভূত প্রধান শিক্ষক আবু নুল মো. আনিসুল ইসলাম চৌধুরী। নিজ স্কুলের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আজ (১৯ জুলাই) বাংলা সাহিত্যের কিংবদন্তীতুল্য লেখক হুমায়ূন আহমেদের মৃত্যু দিবস। তিনি বাংলাদেশের সব ধরনের মানুষকে বইমুখী করেছেন। তোমাদেরকেও সেটা ধরে রাখতে হবে আগামী প্রজন্মের জন্য।