হুয়াওয়ে ও ওয়ানঝো’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারী ২০১৯ ০৯:০৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪২ বার।

চীনের টেলিকম জায়ান্ট হুয়াওয়ে ও এর প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মেন ওয়ানঝো’র বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছে যুক্তরাষ্ট্র।  

ব্যাংক জালিয়াতি, ন্যায়বিচারে বাধা ও প্রযুক্তি চুরির অভিযোগে হুয়াওয়ের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 

তবে মেন ওয়ানঝো ও হুয়াওয়ে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে। 

এই মামলা যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্যযুদ্ধকে আরও বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে এবং বিশ্বের সামগ্রিক প্রযুক্তি বাজার ক্ষতিগ্রস্ত হবে।

ইরানের বিরুদ্ধে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করে সেখানে হুয়াওয়ে লেনদেন করেছিল সেই অভিযোগ তুলে গত মাসে যুক্তরাষ্ট্রের অনুরোধে কানাডা মেন'কে গ্রেফতার করেছিল।

গত মাসেই জামিনে মুক্তি পান মেন ওয়ানঝো। তবে এখন কানাডায় কড়া নজরদারিতে আছেন তিনি। ৬ ফেব্রুয়ারি তাকে ফের আদালতে তোলা হবে।

মেন ওয়ানঝো’কে গ্রেফতারের পর থেকে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র-কানাডার কূটনৈতিক বাকযুদ্ধ চরমে পৌঁছায়।