সারিয়াকান্দিতে জিতলেন আওয়ামী লীগের মতি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ জানুয়ারী ২০২১ ১২:৪১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৯ বার।

বগুড়া সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে ৬ হাজার ৫৭৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী মতিউর রহমান মতি। শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে মোট ৯টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার সাখাওয়াত হোসেন। পৌরসভায় মোট ৭১ দশমিক ৯৯ শতাংশ ভোট পড়েছে বলেও জানান তিনি।

মতিউর রহমান মতির নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলমগীর শাহী সুমন(নারিকেল গাছ) ২ হাজার ৭৯৬ ভোট, সাবেক মেয়র টিপু সুলতানের সহধর্মিণী বিএনপি থেকে সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবিনা ইয়াসমিন বেবী পেয়েছেন ৪৯১ ভোট,   এবং জগ প্রতীকের বীর মুক্তিযোদ্ধা আলী আজগর পেয়েছেন ৩১৭ ভোট । 

সারিয়াকান্দিতে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে  পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রচন্ড শীত উপেক্ষা করে বিপুল সংখ্যক ভোটার শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 

এর আগে ২০১৫ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলমগীর শাহী সুমন ৫ হাজার ৭৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রয়াত টিপু সুলতান পেয়েছিলেন ২ হাজার ৪৪৭ ভোট।