বগুড়ায় ৩০ বিঘা জমির খড় আগুনে পুড়ে ছাই

আদমদীঘি উপজেলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জানুয়ারী ২০২১ ১৪:২৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৪ বার।

বগুড়ার আদমদীঘি উপজেলায় ৩০ বিঘা জমির খড় আগুনে পুড়ে ছাই হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সুদিন গ্রামে ওই অগ্নিকান্ড ঘটে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আদমদীঘির সুদিন গ্রামের রাজীব, সিদ্দিক ও মমিন নামের তিন ব্যাক্তি জমির ধান মারাইয়ের পর খলিয়ানে ৩০ বিঘা জমির খড় পালা বা স্তুপ করে রাখেন। শনিবার দুপুরে ওই খড়ের পালায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও সমস্ত খড় পুড়ে ছাই হয়ে যায়।

এতে প্রায় ৬০ হাজার টাকা ক্ষতির পাশাপাশি গো-খাদ্যের সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ পরিবার।