শেরপুরে বৃষ্টি ভেজা কবিতা সন্ধ্যায় ৩ গুণী ব্যক্তিকে সম্মাননা

আইয়ুব আলী, শেরপুর উপজেলা (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশ: ২১ জুলাই ২০১৮ ১৪:৩৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫৮০ বার।

শ্রাবণে যেন চৈত্রের দাবদাহ, ভাবা যায়! বৃষ্টির জন্য চারদিকে হাহাকার। আকাশের কান্না চেয়ে কত কাকুতি-মিনতি। কিন্তু কেউ কি ভেবেছিল শ্রাবণের সেই কাঙ্ক্ষিত বারিধারা সত্যিই নামবে এক সন্ধ্যায়। হয়তো ‘অপরাজিত’ সেটা আগে-ভাগেই জেনে গিয়েছিল। সে কারণেই ২০ জুলাই শুক্রবার সন্ধ্যার নামকরণ করেছিল ‘বৃষ্টি ভেজা কবিতা সন্ধ্যা’।
ক্ষণিকের সেই বৃষ্টি তৃষ্ণার্ত প্রকৃতিকে যেমন তৃপ্ত করেছে তেমনি কবিদের হৃদয় থেকে উৎসারিত কবিতা নামের কাব্যময় শব্দমালা চার দেওয়ালের ভেতরে স্নিগ্ধতাও ছড়িয়েছে। ফলে শ্রাবণের সেই সন্ধ্যা সত্যিকার অর্থেই কাব্য রসিকদের কাছে দারুণ উপভোগ্য হয়ে উঠেছিল।
বগুড়া শহর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরের সমৃদ্ধ জনপদ শেরপুর বরাবরই সাহিত্যপ্রেমীদের প্রিয় স্থান হিসেবে পরিচিত। ছোট্ট ওই উপজেলা শহরে দশকের পর দশক ধরে শুদ্ধ সাহিত্য-সংস্কৃতির যে চর্চা হয়ে আসছে তাতে প্রজন্মের ধারাবাহিকতায় শামিল হয়েছে ‘অপরাজিত’। সময়-সুযোগ পেলেই কবিদের এক ছাদের নিচে আনার চেষ্টা চালিয়ে আসা সৃজনশীল শিল্প-সাহিত্যের ওই সংগঠনটি এবার বৃষ্টি ভেজা কবিতা সন্ধ্যায় তিন গুণী ব্যক্তিকে সম্মাননা জানিয়েছে।
শেরপুর উপজেলা পরিষদ সভা কক্ষে যাদের সম্মাননা জানানো হয় তারা হলেনঃ  দৈনিক করতোয়া’র স্টাফ রিপোর্টার নাসিমা সুলতানা ছুটু (সাংবাদিকতা), শেরপুর ডিজে হাইস্কুলের প্রধান শিক্ষক আখতার উদ্দিন বিপ্লব (শিক্ষকতা) এবং প্রকৌশলী আব্দুল হালিম মল্লিক (সমাজ সেবা)।

এর আগে কবি সাকিল মাহমুদ শামীম, শাহ আলম, সাদমান জিসান, সাহাব উদ্দিন হিজল, জাহানারা খাতুন, এইচ আলীম, রনি বর্মনসহ বেশ কয়েকজন কবি স্বরচিত কবিতা আবৃত্তি করেন। ব্যতিক্রমী ওই আয়োজনে গুণী ব্যক্তিদের সম্মাননা প্রদান পর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ‘অপরাজিত’ শিল্প-সাহিত্য পরিবারের সভাপতি নাহিদ হাসান রবিন। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তৃতা করেন বগুড়া ইয়ূথ কয়্যারের সভাপতি মোঃ আতিকুর রহমান মিঠু, দৈনিক সমকালের বগুড়া ব্যুরো প্রধান মোহন আখন্দ, কবি শিবলী মোকতাদির, ইসলাম রফিক, জয়ন্ত দেব, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, রাশেদুল হক ও ‘অপরাজিত’র উপদেষ্টা তৌহিদুজ্জামান পলাশ। অন্যান্যের মধ্যে সাংবাদিক শফিকুল ইসলাম শরীফ, বাদশা আলম এবং ‘অপরাজিত’র সদস্যবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। উপস্থাপনায় ছিলেন  ইফতেখার আলম ফরহাদ।