বায়ু দূষণে বন্ধ ব্যাংককের ৪ শতাধিক স্কুল

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ৩১ জানুয়ারী ২০১৯ ০৭:২১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৫ বার।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বায়ু দূষণের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে চার শতাধিক স্কুল। 

সম্প্রতি বিষাক্ত ধোঁয়ায় তৈরি হওয়া এ দূষণ এতটা মাত্রা ছাড়িয়েছে যে স্কুল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

স্মরণকালের সবচেয়ে বেশি বায়ু দূষণের কবলে পড়েছে থাইল্যান্ড; পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে কর্তৃপক্ষ।

বিবিসি বলছে, ধুলা-বালি, নির্মাণ কাজ, বিভিন্ন শস্য পোড়ানো এবং নানা ধরনের কারখানা থেকে এ দূষণের সূত্রপাত। তবে এখনও পর্যন্ত কোনও কার্যকরী পদক্ষেপ নিতে পারেনি দায়িত্বশীল কেউ।

নগর কর্তৃপক্ষ বায়ু দূষণের হাত থেকে রক্ষা পেতে রাস্তায় পানি ছিটানো, যানবাহন কমানোর ব্যবস্থা এবং প্রয়োজনীয় আরও কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। 

বিভিন্ন উপলক্ষ্য উদযাপনে কোনও ধরনের অগ্নিসর্ম্পকিত দ্রব্য ব্যবহার এবং যা থেকে ধোঁয়া ছড়িয়ে পড়ে তার ব্যাপারে সতর্ক করা হয়েছে। খবর সমকাল অনলাইন