বগুড়ায় ছাত্রলীগ আয়োজিত সংসদীয় প্রীতি বিতর্কে পুণ্ড্র ডিবেটিং ক্লাব জয়ী

অরূপ রতন শীলঃ
প্রকাশ: ২২ জুলাই ২০১৮ ১১:৪৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮২০ বার।

বগুড়া সরকারি আজিজুল হক কলেজে সংসদীয় প্রীতি বিতর্ক প্রতিযোগিতায় ‘পুণ্ড্র ডিবেটিং ক্লাব’ বিজয়ী হয়েছে। রোববার দুপুরে কলেজের নতুন ভবনের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিষয় ছিল ‘এই সংসদ মনে করে যে, বর্তমান সরকার মাদক নির্মূলে সফল’। সরকারি দল হিসেবে ওই প্রস্তাবের পক্ষে ছিল ছাত্রলীগ সরকারি আজিজুল হক কলেজ শাখা এবং বিপক্ষে ছিল বিরোধী দল পুণ্ড্র ডিবেটিং ক্লাব। তবে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন সরকারি দলের তার্কিক মৌসুমি আক্তার ভাবনা। 

কলেজ প্রশাসনের ব্যবস্থানায় ছাত্রলীগ আজিজুল হক কলেজ শাখার আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ী দল এবং শ্রেষ্ঠ বক্তাসহ সকল বিতার্কিককে পুরষ্কৃত করা হয়। প্রধান অতিথি সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহজাহান আলী তাদের সবার হাতে বই তুলে দেন। কলেজ ছাত্রলীগের সভাপতি মোজাম্মেল হোসাইন বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তৃতা করেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ফজলুল হক, আরবি ও ইসলাম শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ আব্দুর রশিদ ও কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ। 

প্রীতি সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন কলেজের সহযোগী অধ্যাপক ড. গাজী তৌহিদুল আলম চৌধুরী, প্রভাষক মতিয়ার রহমান, প্রভাষক মোস্তফা কামাল সরকার, প্রভাষক ইব্রাহিম হোসেন। ছায়া সংসদে স্পিকারের দায়িত্ব পালন করেন পুণ্ড্র ডিবেটিং ক্লাবের উপদেষ্টা সিজুল ইসলাম। দুপুর ২টায় বিতর্ক প্রতিযোগিতার শুরুতেই ছায়া সংসদে সরকার দলের পক্ষে প্রথমেই প্রস্তাবনা উপস্থাপন করেন প্রধানমন্ত্রী মৌসুমী আক্তার ভাবনা। এরপর একে একে বক্তব্যে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী মাহফুজার রহমান, সংসদ সদস্য আব্দুল আউয়াল, অনন্যা পাবনী ও মেহেরুন্নেছা ইতি। বিরোধী দলের হয়ে প্রস্তাবনার বিপক্ষে বক্তব্য উপস্থাপন করেন বিরোধী দলীয় নেতা অরুপ রতন শীল, বিরোধী দলীয় উপনেতা শাহরিয়ার আলম বাবু, সংসদ সদস্য ইফতেখায়রুল ইসলাম, ফাইজা নোশীন নূফা ও আবু সুফিয়ান। 

সংসদীয় বিতর্ক প্রতিযোগিতার রীতি অনুযায়ী স্পিকারের মাধ্যমে উভয় দলের সদস্য পয়েন্ট অফ অর্ডার, পয়েন্ট অফ ইনফরমেশন গ্রহণ করে প্রতিপক্ষকে যুক্তির বাণে বারবার বিদ্ধ করার চেষ্টা করেন সেইসাথে প্রাণবন্ত হয়ে উঠে উক্ত ছায়া সংসদ। পরে স্পিকারের পক্ষে প্রধান অতিথি জানান, ছায়া সংসদে প্রস্তাবনাটি গৃহিত হয়নি অর্থাৎ বিরোধী দল কলেজের পুণ্ড্র ডিবেটিং ক্লাব বিজয়ী হয়েছে।