শেরপুরে কোচিং সেন্টারগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ৩১ জানুয়ারী ২০১৯ ১৫:৩৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৫ বার।

বগুড়ার শেরপুরে কোচিং সেন্টারগুলোতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় পৌরশহরসহ উপজেলার একাধিক স্থানে গড়ে ওঠা তালিকাভুক্ত কোচিং সেন্টারগুলো বন্ধ দেখা গেলেও শহরের খেজুরতলা এলাকায় অবস্থিত রসায়ন কোচিং সেন্টারের কার্যক্রম চালাচ্ছিল। পরে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। একইসঙ্গে ওই কোচিং সেন্টারের পরিচালক আব্দুস সালামকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তিনি নিজের কৃতকর্মেও জন্য ক্ষমা প্রার্থনা করেন। পাশাপাশি আগামি একমাস কোচিং সেন্টার বন্ধ রাখার অঙ্গীকার করে মুচলেকা দিলে তাকে ছেড়ে দেয়া হয়।


বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. লিয়াকত আলী সেখের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরাফাত হোসেন, থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেনসহ উপজেলা ও পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ জানান, এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে গত ২৭জানুয়ারি থেকে আগামি একমাস সব কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। সরকারের এই নির্দেশনা সফল করতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এটি অব্যাহত থাকবে। এছাড়া সরকারি নির্দেশনা অমান্য করলে প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে দাবি করেন এই কর্মকর্তা।