ধুনটে চেয়ারম্যান পদে আ.লীগের প্রার্থী খোকন

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ৩১ জানুয়ারী ২০১৯ ১৫:৪১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৯২ বার।

বগুড়ার ধুনট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আব্দুল হাই খোকনের নাম ঘোষণা করেছে জেলা আওয়ামী লীগ। উপজেলা পরিষদ নির্বাচন সংক্রান্ত জেলা আওয়ামী লীগের সভায় এ সিদ্ধান্ত চুড়ান্ত হয়। আব্দুল হাই খোকন ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 

স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের দু’টি পদে আওয়ামী লীগ বিজয় লাভ করে। কিন্তু ২০১৪ সালের নির্বাচনে বিএনপি-জামায়াতের কাছে ৩টি পদ হারায় দলটি। আগামী ১৮ মার্চ ধুনট উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে আওয়ামী লীগের জয় নিশ্চিত করতে চায় দলটি। দলীয় প্রার্থী নির্ধারণে গত রোববার ধুনট উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ১১জন নেতা দলীয় মনোনয়ন প্রত্যাশা করেন। মনোনয়ন প্রত্যাশীর সাথে বৈঠক করেও বর্ধিত সভায় প্রার্থী চুড়ান্ত করা যায়নি। যার ফলে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের বৈঠকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকনকে প্রার্থী চুড়ান্ত করা হয়। ওই সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবর রহমান মজনু ও অন্যান্য নেতৃবৃন্দসহ ধুনটের মনোনয়ন প্রত্যাশীরা উপস্থিত ছিলেন। 

আব্দুল হাই খোকন ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের সোনার গাঁয়ের হবিবর রহমানের ছেলে। ছাত্রলীগের সদস্য পদ গ্রহনের মধ্যদিয়ে রাজনীতিতে সক্রিয় হোন তিনি। পরবর্তিতে চিকাশী ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ক্লিন ইমেজ নিয়ে আলোচিত তরুণ এই নেতা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হোন। ওই পদে থাকাকালে ২০০৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে সকল প্রার্থীদের থেকে বিপুল ভোটের ব্যবধানে বিজয় লাভ করে হৈ-চৈ ফেলে দেন। পরবর্তিতে ধুনট উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হোন। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ২০১৪ সালে ভাইস চেয়ারম্যান পদে দলের মনোনয়ন নেননি। এরপর থেকে উপজেলার তৃণমুল পর্যায়ের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে নিজের নির্বাচনী আমেজ তৈরী করেন। বর্তমানে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আব্দুল হাই খোকন প্রচারণায় এগিয়ে।

এ বিষয়ে আব্দুল হাই খোকন বলেন, বঙ্গবন্ধুর আদর্শ লালন করে মানুষের কল্যানে নিজেকে নিয়োজিত রেখেছে। সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে মানুষের মাঝে ছিলাম। দীর্ঘদিন পাশে থাকার মূল্যায়ন হিসেবে জনতার সমর্থন তৈরী হয়েছে। দলীয় প্রার্থী হিসেবে নৌকার বিজয় নিশ্চিত করে জনতার সাথে কাঁধ মিলিয়ে এলাকার উন্নয়নে কাজ করবো।