রাজু সভাপতি ও অরূপ সা. সম্পাদক

বগুড়ায় সুহৃদের নতুন কমিটি

অসীম কুমার কৌশিক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:০৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৯৮ বার।

সমকাল সুহৃদ সমাবেশ বগুড়ার কমিটি পুনর্গঠন করা হয়েছে। শুক্রবার শহরতলীর কৈচড়ে স্থানীয় একটি আমবাগানে সুহৃদের ‘বার্ষিক বনভোজন’ অনুষ্ঠানে সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়।
কমিটি গঠনের প্রাক্কালে বিদায়ী কমিটির সভাপতি মুন্সি তারিকুল আলম ডলার তার মেয়াদে সমকাল সুহৃদ সমাবেশ বগুড়ার নেওয়া নানা কর্মকা-ের বর্ণনা দেন এবং তাতে সুহৃদ বন্ধুদের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি পর পর তিনবার সভাপতির দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথা জানিয়ে আগামীতে নতুন নেতৃত্বকে দায়িত্ব গ্রহণের অনুরোধ জানান। তার পর পরই বক্তৃতা করেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক অরূপ রতন শীল। তিনি তার দায়িত্ব পালনের ক্ষেত্রে বগুড়ার প্রতিটি সুহৃদ সদস্যের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘বগুড়ার সুহৃদরা সব ক্ষেত্রে নিজেদের সাংগঠনিক দক্ষতার প্রমাণ দিয়েছেন। আশাকরি নতুন যে কমিটি গঠিত হতে যাচ্ছে সেটি আরও গতিশীল হবে।’
পরে সমকাল বগুড়ার ব্যুরো প্রধান মোহন আখন্দ পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এরপর তিনি সদস্যদের মতামতের ভিত্তিতে প্রথমে ৯ সদস্যের উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করেন। তারা হলেনঃ বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী, মুক্তিযোদ্ধা সরিফুল মাসুদ, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. গাজী তৌহিদুল আলম চৌধুরী, ফারুক আহমেদ, আসাদুল হক কাজল, জিয়াউর রহমান, নাসিমা সুলতানা ছুটু, মোহন আখন্দ ও এস এম কাওসার।
সদ্য গঠিত উপদেষ্টা কমিটির সদস্যদের নিয়ে পরে সমকাল সুহৃদ সমাবেশ বগুড়ার নতুন কমিটি গঠনের জন্য নতুন ও পুরাতন সুহৃদ বন্ধুদের কাছ থেকে নাম আহবান করা হয়। পরে তাদের মতামতের ভিত্তিতে পঁচিশ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে রাজেদুর রহমান রাজু সভাপতি এবং অরূপ রতন শীল যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সহ-সভাপতি পদে সাজিয়া আফরিন সোমা ও মুজাহিদুল ইসলাম জাহিদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে সুমন আহম্মেদ ও আবুল খায়ের নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদকপদে এস এম কে আবেদীন সনি, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মেহেরুন্নেছা ইতি, অর্থ ও দপ্তর সম্পাদক পদে আকতারুজ্জামান সোহাগ, সহ অর্থ ও দপ্তর সম্পাদক পদে যুধিষ্ঠির চন্দ্র, সাহিত্য, সংস্কৃতি ও প্রচার সম্পাদক পদে অসীম কুমার কৌশিক, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রচার  সম্পাদক পদে সুমাইয়া রাত্রি রিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে আশরাফুল হক, নরী বিষয়ক সম্পাদক পদে জাকিয়া সুলতানা, পরিবেশ ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে সবুজ চন্দ্র, পাঠচক্র বিষয়ক সম্পাদক পদে আব্দুল আউয়াল ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে সুরঞ্জিত কুমার নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য পদে যে ৮জন নির্বাচিত হয়েছেন তারা হলেন ঃ মুন্সি তারিকুল আলম ডলার, আব্দুল কারিম, সিদ্দাতুল মুনতাহার সউদ, জাকির আরেফিন শুভ, ফজলুল হক বাবলু, জাহাঙ্গীর হোসেন, দিলরুবা বেগম ও আব্দুর রাজ্জাক।
নতুন নেতৃত্ব নির্বাচনের পর উপদেষ্টাদের মধ্যে মুক্তিযোদ্ধা সরিফুল মাসুদ নতুন কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আমি আশা করি নতুন নেতৃত্বের মাধ্যমে বগুড়ায় সুহৃদ আরও এগিয়ে যাবে। এক্ষেত্রে উপদেষ্টা হিসেবে আমি অতীতের মত আগামীতেও সুহৃদ বন্ধুদের সব ধরনের কর্মকা-ে সহযোগিতা করে যাব।’ নব-নির্বাচিত সভাপতি রাজেদুর রহমান রাজু তার বক্তৃতায় বলেন, ‘আমি ইতিপূর্বে উপদেষ্টা হিসেবে বগুড়ায় সুহৃদের সৃজনশীল সব কাজের সঙ্গে সম্পৃক্ত থেকেছি। আজ সভাপতি হিসেবে আমাকে আরও বড় দায়িত্ব দেওয়া হলো। এজন্য আমি সুহৃদ বন্ধুদের কাছে কৃতজ্ঞ। বগুড়ায় সুহৃদকে আরও গতিশীল করার জন্য আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা চালিয়ে যাব। আমরা নুতন নতুন চিন্তা-উদ্ভাবন নিয়ে কথা বলবো এবং কাজ করবো।’